ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে আগুন

প্রকাশিত: ০৭:৫৫ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ার ওয়েজের একটি যাত্রীবাহী বিমানে মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। আহতদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশনের মুখপাত্র ইয়ান গ্রেগর জানান, উড্ডয়নের আগে বোয়িং ৭৭৭-২০০ বিমানটির বাম দিকের ইঞ্জিনে আগুন লাগে। পরে আগুন নিভিয়ে ফেলা হলেও ১৩ যাত্রী সামান্য আহত হন। বিমানটিতে ১৫৯ জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন।

মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস বিমান বন্দরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Airway

বিমানের যাত্রী গার্ডিয়ানের সাংবাদিক জ্যাকব স্টেইনবার্গ বলেন, বিমানটি ছাড়ার সময় পাইলট ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে বলে যাত্রীদের জানায়। আমরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি বিমানটির পাখা থেকে ধোয়া বের হচ্ছে। সেখান থেকে প্রচুর দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। পরে কেবিনের একটি দরজা খুলে দিলে সেখানেও ধোয়া প্রবেশ করে। এরপর বিমানটিকে অনিরাপদ ঘোষণা করা হয়।

এ ঘটনার পর লাসভেগাস বিমানবন্দরের একটি রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এসআইএস/এমএস