একটি পোকা থামিয়ে দিল ২৬টি ট্রেন
শামুকের মতো দেখতে একটি প্রাণী আটকে দিয়েছে এক শহরের ২৬টি ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। ঘটনাটি সম্প্রতি ঘটেছে জাপানের টোকিও শহরে।
জাপানের কিয়ুসু রেল দফতর জানিয়েছে, রেলের একটি বৈদ্যুতিক যন্ত্রে হঠাৎ শর্টসার্কিট হয়। এতে ওই শহরের প্রায় ২৬টি ট্রেন মুহূর্তেই থামাতে হয়।
কী কারণে শর্টসার্কিট হলো তা জানতে রেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে যান। কিন্তু দেখেন এক সাংঘাতিক কাণ্ড। একটি ছোট্ট পোকা ঘটিয়েছে ওই কাণ্ড। রেলের ওই বৈদ্যুতিক যন্ত্রের ওপর দিয়ে চলাচল করছিল পোকাটি। তখনই শর্টসার্কিট হয় আর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই শর্টসার্কিটে পোকাটির মৃত্যুও হয়।
জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা