ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইস্তাম্বুলের নিয়ন্ত্রণ হারিয়েছে এরদোয়ানের দল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২৪ জুন ২০১৯

ইস্তাম্বুলে পুনরায় মেয়র নির্বাচনেও হেরে গেছে তুরস্কের ক্ষমতাসীন দল। ভোটের সর্বশেষ ফলাফল বলছে, ইস্তাম্বুলের নিয়ন্ত্রণ হারিয়েছে এরদোয়ানের একে পার্টি।

প্রধান বিরোধী একরেম ইমামোগলু প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। গত মার্চের মেয়র নির্বাচনে বিস্ময়কর জয় পেয়েছিলেন তিনি। কিন্তু সে সময় অনিয়মের অভিযোগ এনে ওই ফলাফল বাতিল করা হয়। পরে আবারও নির্বাচনের ঘোষণা দেয়া হয়।

কিন্তু পুনর্নিবাচনেও জয়ী হয়েছেন একরেম ইমামোগলু। তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম পরাজয় স্বীকার করে নিয়েছেন। অপরদিকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান একরেম ইমামোগলুকে অভিনন্দন জানিয়েছেন।

এক টুইট বার্তায় এরদোয়ান বলেন, প্রাথমিক ফলাফলের ওপর ভিত্তি করে নির্বাচনে বিজয়ী একরেম ইমামোগলুকে আমি অভিনন্দন জানাচ্ছি।

তবে এই ফলাফল এরদোয়ানের জন্য মোটেও ইতিবাচক নয়। কারণ এর আগে এক ঘোষণায় এরদোয়ান বলেছিলেন, যে ইস্তাম্বুল জয় করবে সে পুরো তুরস্ক জয় করবে।

টিটিএন/পিআর

আরও পড়ুন