ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লুইসিয়ানার নদীতে বিরল পিঙ্ক ডলফিন

প্রকাশিত: ০৭:১৮ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

লুইসিয়ানার নদীতে দেখা মিলেছে বিরল গোলাপি ডলফিন। লুইসিয়ানার দক্ষিণ পশ্চিমে কালকাসিউ নদীতে হঠাৎই এই সুন্দর প্রাণিটির দর্শন পেয়েছেন এক ফিশিং বোট ক্যাপ্টেন।

২০০৭ সালে কালকাসিউ সার্ভিসের ক্যাপ্টেন এরিক রু দেখতে পেয়েছিলেন এক গোলাপি ডলফিন। আদর করে নাম রাখা হয়েছিল `পিঙ্কি`। পিঙ্কি এখন পূর্ণবয়স্ক। রু ডব্লিউজিএনওকে জানান ডলফিনটি গর্ভবতী হতে পারে। কারণ তাকে উনি মিলনরত দেখেছিলেন।

তিনি আরো বলেছেন, গরমের সময় ওকে প্রায় রোজই সাঁতার কাটতে দেখি। গত কয়েক সপ্তাহে অনেকবার দেখতে পেয়েছি। ওকে খুশি ও সুস্থ লাগে দেখতে।

পিঙ্কির শরীরের রঙ ১০০ শতাংশ গোলাপি। যেই রঙ বেশিরভাগ ডলফিনের পেটের কাছে দেখা যায়। মেরিন বায়োলজিস্টরা মনে করেন অ্যালবিনো হওয়ার কারণেই পিঙ্কি রঙ গোলাপি।

আরএস/পিআর