ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:১১ পিএম, ২২ জুন ২০১৯

যুক্তরাষ্ট্রের হাওয়াই প্রদেশে স্কাইডাইভার বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার দিকে দুই ইঞ্জিনবিশিষ্ট ওই বিমানটি হনলুলু কাউন্টির মোকুলেয়ারের কাছে বিধ্বস্ত হয়েছে।

হাওয়াই পরিবহন দফতরের এক টুইট বার্তায় বলা হয়েছে, হাওয়াইয়ের দিলিংহাম এয়ারফিল্ডে কিং এয়ার ফ্লাইটের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের কোনো আরোহীই বেঁচে নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েক মাইল দূরে থেকেও বিমান বিধ্বস্তের স্থানে ধোঁয়া উড়ছে। তবে বিমানটি উড্ডয়ন নাকি অবতরণ করার সময় বিধ্বস্ত হয়েছে সেটি এখনো পরিষ্কার হওয়া যায়নি।

আরও পড়ুন : শপিং মলের ড্রেসিং রুমে ধর্ষণ করেছেন ট্রাম্প!

হাওয়াই নিউজ নাওকে প্রদেশের ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা ম্যানুয়েল নেভেস বলেন, এই মুহূর্তে প্রাথমিক যে তথ্য পাওয়া গেছে, তাতে বিমানটিতে ৯ জন আরোহী ছিলেন। তাদের কেউই বেঁচে নেই।

তিনি বলেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ঘটনাস্থলে স্কাইডাইভারদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্ভবত তারা বিমানটিকে বিধ্বস্ত হতে দেখেছেন। ম্যানুয়েল নেভেস বলেন, এটা খুবই কঠিন। হাওয়াইয়ে আমার ফায়ার সার্ভিসের ৪০ বছরের কর্মজীবনে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা এটি।

হনলুলু ফায়ার সার্ভিস বিভাগ বলছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমানটি বিধ্বস্তের খবর পেয়েছেন তারা। নিহত ৯ জনের মধ্যে তিনজন গ্রাহক ও বাকি ছয়জন বিমান পরিচালনাকারী সংস্থার কর্মী।

সূত্র : বিবিসি, রয়টার্স।

এসআইএস/এমএস

আরও পড়ুন