ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাবজি খেলেই মিলল ৪১ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:২৫ এএম, ২০ জুন ২০১৯

জনপ্রিয় গেম পাবজি খেলে ৪১ লাখ টাকার পুরস্কার জিতেছেন মুম্বাইয়ের চার যুবক। গত ১৪ ও ১৫ জুন ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত পাবজি মোবাইল ক্লাব ওপেন-২০১৯ এ অংশ নেন দেশটির সেরা পাবজি খেলোয়াড়রা।

কয়েকটি রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হন মুম্বাইয়ের চার যুবক। প্রতিযোগিতায় তাদের ঝুলিতে ছিল ৮৬টি কিল, দুটি চিকেন ডিনার ও ২৫৪ পয়েন্টর সম্মিলিত স্কোর।

এই চার যুবক ‘টিম সৌল’ নামে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেয়া হয় ৪১ লাখ টাকার পুরস্কার।

শুধু তাই নয়, ভারতসেরা পাবজি খেলোয়াড় হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার তাদের চোখ আন্তর্জাতিক অঙ্গনে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে এবার তারা যাচ্ছেন জার্মানির বার্লিনে।

সেখানে বিভিন্ন দেশের সেরা দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামবেন তারা। বিশ্ব চ্যাম্পিয়ন হলে মিলবে ১৭ কোটি টাকার প্রাইজ পুল থেকে পুরস্কার জেতার সুযোগ।

এর আগেও বেশ কয়েকটি পাবজি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন এই চার যুবক। গত মার্চ মাসে পাবজি মোবাইল ইন্ডিয়া সিরিজে প্রথম হয় ‘টিম সৌল’।

বিএ/জেআইএম

আরও পড়ুন