ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পূর্ব জাভা দ্বীপের পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং ম্যানগেরা জানিয়েছেন, সোমবার ওই ফেরিটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। দুর্ঘটনার সময় ফেরিটিতে ৫০ জন ছিল। এটি মাদুরা দ্বীপের কাছে উল্টে যায়।
তল্লাশি এবং উদ্ধারকর্মী দল মঙ্গলবার সকালে ১৩ জনের মরদেহ উদ্ধার করেছে। ওই দুর্ঘটনায় মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধার এবং তল্লাশি দলের সদস্যরা এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন। ফ্রান্স বারুং ম্যানগেরা বলেছেন, ধারণা করা হচ্ছে ফেরিটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। তীব্র ঢেউয়ের আঘাতে ফেরিটি উল্টে যায় এবং এতে বহু হতাহতের ঘটনা ঘটে।
টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ, মেটাকে জরিমানা
- ২ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এক নজরে দুই প্রার্থী
- ৩ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ৪ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৫ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?