ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ মেজর নিহত, তিন সৈনিক আহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৭ জুন ২০১৯

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় ‘সন্ত্রাসীদের’ সঙ্গে বন্দুকযুদ্ধে দেশটির সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিন সৈনিক। সোমবার এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় জেলা অনন্তনাগের আচাবাল নামক স্থানে সোমবার এই বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধের ঘটনায় মেজরসহ আহত তিন সেনাকি দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মেজরের মৃত্যুর কথা নিশ্চিত করেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, মেজরসহ আহত চারজনকে দ্রত সেনাবাহিনীর ৯২ বেস সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে ওই হাসপাতালটি অবস্থিত।

সোমবার সকালে ওই এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনী বলছে, ‘সন্ত্রাসীরা’ সেনাদের লক্ষ্য করে গুলি করলে বন্দুকযুদ্ধ শুরু হয়। পাল্টা প্রতিরোধের অংশ হিসেবে সেনারাও গুলি করে। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

এসএ/জেআইএম

আরও পড়ুন