বুদাপেস্টের দিকে অগ্রসর হচ্ছে শত শত শরণার্থী
হাঙ্গেরির দক্ষিণাঞ্চলের সার্বিয়া সীমান্তের কাছে পুলিশি বাধা অতিক্রম করে রাজধানী বুদাপেস্টের দিকে অগ্রসর হচ্ছে শত শত শরণার্থী। সোমবার সীমান্ত সংলগ্ন রোসজকি গ্রামের শরণার্থী শিবিরে পুলিশের বাধা উপেক্ষা করে তারা। খবর আলজাজিরার।
এদিন বাসের জন্য অপেক্ষা করতে থাকা ক্লান্ত শরণার্থীরা বুদাপেস্টের দিকে হাঁটতে শুরু করে। এ সময় পুলিশ সদস্যরা তাদের বাধা দেয়ার চেষ্টা করে। কিন্তু তারা বাধা উপেক্ষা করে হেটে রওয়ানা হয়। এসময় শরণার্থীদের অনেকেই জার্মানি, জার্মানি বলে চিৎকার করে। এসব শরণার্থীদেরকে হেলিকপ্টার থেকে কঠোর নজরদারিও করা হয়।
এর আগে সোমবার শরণার্থী ইস্যুতে দেশটিতে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরপরই দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাবা হেন্দে পদত্যাগ করেন। ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান নিজ দল ফিদেজ পার্টির সদস্য ইস্তভান সিমিস্কোকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিয়েছেন।
এদিকে শরণার্থী সঙ্কট মোকাবেলায় জার্মানি ইতোমধ্যে ৬০০ কোটি ইউরো বরাদ্দ দিয়েছে। চলতি বছরে আট লাখ শরণার্থীকে জার্মানিতে আশ্রয় দেয়ার ঘোষণা দেয়অ হয়েছে। এ ছাড়া ফ্রান্স ২৪ হাজার ও যুক্তরাজ্য ২০ হাজার শরণার্থী নেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে শরণার্থীদের আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে গ্রিস ও অস্ট্রেলিয়া।
এসআইএস/আরআইপি