ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুরস্কে বোমা হামলায় ১০ পুলিশ নিহত

প্রকাশিত: ১০:৩৫ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

তুরস্কে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়িতে বোমা হামলায় অন্তত ১০জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলের আজারবাইজান সীমান্তের দিলুসু এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

তুরস্কের কর্মকর্তারা এ হামলার জন্য দেশটির বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়াকার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছে। কর্মকর্তারা জানান, দক্ষিণাঞ্চলের আজারবাইজান সীমান্তের কাছে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তারা জানান।

এদিকে এ হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

এর আগে রোববার দেশটির হাক্কারি প্রদেশে পিকেকে যোদ্ধাদের হামলায় অন্তত ১৬ সেনাসদস্য নিহত হয়।

এসআইএস/পিআর