ধসে পড়ল আফগানিস্তানের প্রাচীন দূর্গ
আফগানিস্তানের বহু পুরনো একটি দূর্গ ধসে পড়েছে। গাজনি শহরে অবস্থিত ওই দূর্গটি ধসে পড়ায় এ নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে দেশটির সরকার। দেশের শিল্পকর্ম রক্ষায় সরকার ব্যর্থ হচ্ছে বলে গুঞ্জন উঠেছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে প্রাচীন ওই দূর্গটি মুহূর্তের মধ্যেই ধসে পড়তে দেখা গেছে। গাজনিতে এর আগেও আরও বেশ কিছু স্থাপণা ধসে পড়েছে। কর্মকর্তারা বলছেন, ভারী বৃষ্টিপাতের কারণে দূর্গটি ধসে পড়েছে। তবে সরকারের অবহেলায় এমনটা ঘটেছে বলে সমালোচনা হচ্ছে।
যুদ্ধ-বিধ্বস্ত গাজনির ইসলামিক এবং প্রাক-ইসলামিক বহু স্থাপণা এখনও বিশ্বজুড়ে প্রশংসিত হয়ে আসছে। দেশটির তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ সাবের মোহমান্দ বলেন, বৃষ্টির কারণেই দূর্গটির বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
A tower in the ancient Ghaznain Fort in Ghazni’s old city collapsed on Tuesday. The fort had 32 towers, most of which have collapsed over the past few years due to “inattention” by relevant government departments. pic.twitter.com/fvo9ntb3Vo
— TOLOnews (@TOLOnews) June 11, 2019
দূর্গের কাছেই একটি হাইওয়ে অবস্থিত। ওই হাইওয়ের কারণেও দূর্গটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ৭ম শতাব্দীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কেন্দ্রে পরিণত হয়েছিল গাজনি। কিন্তু ৬৮৩ অব্দে আরব সেনারা সেখানে ইসলাম ধর্মের সূচনা করেন।
শহরটিতে বেশ কিছু প্রাচীন স্থাপণা রয়েছে। তবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সক্রিয়তার কারণে বাইরের লোকজনের জন্য সেসব স্থান পরিদর্শন করা সম্ভব হয় না।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার