বুর্কিনা ফাসোতে হামলা, নিহত ১৯
পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে দুর্বৃত্তদের হামলায় ১৯ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। রোববার দেশটির উত্তরাঞ্চলীয় শহর আরবিন্দার বেশ কিছু স্থানে হামলার ঘটনা ঘটে। সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ধর্মীয় সহিংসতার কারণে গত কয়েক মাসে দেশটিতে শত শত মানুষের মৃত্যু হয়েছে। দেশটির আরিদ সাহিল নামক অঞ্চলে উগ্রপন্থী জঙ্গিগোষ্ঠীদের হামলার আশঙ্কায় বাড়িঘর ছেড়ে পালিয়েছে দেড় লক্ষাধিক মানুষ। নতুন করে এই হামলায় ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, যখন বুর্কিনা ফাসোর সাহিল নামক অঞ্চল কিছুটা শান্ত হয়ে আসে তখন পাশের দেশ মালি থেকে ধর্মীয় উগ্রপন্থীরা সেখানে হামলা চালায়। গত রোববার দেশটিতে এক হামলায় অন্তত ৯৫ জন নিহত ও অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন।
সরকার দেশটিতে নিরাপত্তা জোরদার করেছে। গত বছরের ডিসেম্বরে মালি সীমান্ত সংশ্লিষ্ট বেশ কিছু প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়। সম্প্রতি আরবিন্দার সাউম প্রদেশে বেসামরিক মানুষের ওপর হামলা পর জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে দিয়েছে সরকার।
রোববারের ওই হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে হামলার খবর রোববার পাওয়া যায়নি। সরকারের পক্ষ থেকে গতকাল সোমবার হামলায় হতাহতদের সম্পর্কে জানানো হয়।
এসএ/পিআর