জম্মু-কাশ্মীরে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে ফের নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। দু'পক্ষের মধ্যে লড়াইয়ে এখন পর্যন্ত দুই জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেছে।
পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সোপিয়ানের অওনীরা এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর মঙ্গলবার ভোরে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে এমনটা বুঝতে পেরেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও।
সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের এসওজি ওই অভিযানে অংশ নিয়েছে বলে জানানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সোপিয়ানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
টিটিএন/এমকেএইচ