অনৈতিক কাজ, গান-বাজনার জন্য ইরানের ৫৪৭ রেস্তোরাঁ বন্ধ
ইসলামি নীতিমালা মেনে না চলায় তেহরানের ৫৪৭টি রেস্তোরাঁ এবং ক্যাফে বন্ধ করে দিয়েছে ইরানের পুলিশ। শনিবার রাজধানী তেহরানের পুলিশ প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশফোর্স ওয়েবসাইটের এক বিবৃতিতে পুলিশ প্রধান হোসেইন রাহিমী বলেন, যেসব রেস্তোরাঁ ও ক্যাফে ইসলামিক নীতিমালা মেনে চলেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযান চালিয়ে ৫৪৭টি রেস্তোরাঁ ও ক্যাফে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ১১ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ দিন ধরে তেহরানের বিভিন্ন রেস্তোরাঁ এবং ক্যাফেতে অভিযান চালানো হয়েছে।
ইসলামি রীতি অমান্য করে বিজ্ঞাপন প্রদর্শন, অবৈধ গান-বাজনা এবং অনৈতিক কাজের জন্য এসব রেস্তোরাঁ বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ প্রধান বলেন, ঠিকভাবে ইসলামি রীতিনীতি পালন করা হচ্ছে কিনা সেটা দেখা একজন পুলিশের প্রধান লক্ষ্য এবং দায়িত্ব।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠিতে ভারতের ‘নো কমেন্ট’
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা