ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

‘৫৯০ কেজি গাঁজা হারিয়েছেন? ভয় পাবেন না, যোগাযোগ করুন’

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৬ জুন ২০১৯

ভারতের উত্তরাঞ্চলীয় আসাম পুলিশ প্রায় ৫৯০ কেজি গাঁজা উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি টুইট করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেই টুইট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আসাম পুলিশ প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করেছে। এই গাঁজা উদ্ধারের পর ব্যাঙ্গাত্মক ভাষায় একটি টুইট করেছে। সেই টুইটে লিখেছে, কেউ কি চাগোলিয়া চেকপোস্টের কাছে ৫৯০ কেজি গাঁজা ও একটি ট্রাক হারিয়েছেন? ভয় পাবেন না। আমরা খুঁজে পেয়েছি।

ওই গাঁজা আসামের ধুবরি জেলা পুলিশ উদ্ধার করেছে। বাজেয়াপ্ত করা হয় ট্রাকটি। টুইটে সে কথা জানিয়ে আসাম পুলিশ লিখেছে, ভয় পাবেন না, আমরা এগুলো খুঁজে পেয়েছি।

আরও পড়ুন : মদ্যপ বিমানসেবিকাকে ফ্ল্যাটে নিয়ে গণধর্ষণ

‘দয়া করে ধুবরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। নিশ্চিতভাবেই তারা সহযোগিতা করবে। দারুণ কাজ করেছে টিম ধুবরি।’

টুইটে ঝুড়ে দেয়া ছবিতে দেখা যাচ্ছে, কমপক্ষে ৫০টি বড় কার্টুন উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে চাগোলিয়ায় হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় ট্রাকভর্তি গাঁজা। ভারতে টুইটারে সৃজনশীল ব্যঙ্গ করার ক্ষেত্রে খ্যাতি রয়েছে মুম্বাই পুলিশের। এবার সেই ব্যাঙ্গাত্মক পথেই হাঁটল আসাম পুলিশ।

এসআইএস/পিআর

আরও পড়ুন