ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে ঈদের নামাজে মুসল্লিদের ওপর গাড়ি হামলা, আহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৫ জুন ২০১৯

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের সময় মুসল্লিদের ওপর গাড়ি হামলা হয়েছে। বুধবার সকালে পূর্ব দিল্লিতে একটি মসজিদে নামাজ পড়ার সময় এই হামলা হয়। এতে আহত হয়েছেন অন্তত ১৭ জন মুসল্লি।

নয়াদিল্লি পুলিশ বলছে, নামাজ পড়ার সময় মুসল্লিদের ওপর দ্রুতগতির একটি গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় ১৭ জন আহত হয়েছেন।

দেশটির ইংরেজি দৈনিক ইন্ডিয়া ট্যুডে বলছে, পূর্ব দিল্লির খুরেজি এলাকার একটি মসজিদে গাড়ি হামলা হয়েছে। ওই হামলার পরপর মুসল্লিরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ প্রদর্শন করেন।

আরও পড়ুন : ঈদের নামাজের সময় বোমা বিস্ফোরণ, হতাহত ১৬

শাহদারা পুলিশের উপ-কমিশনার মেঘনা যাদব বলেন, হামলায় আহত অন্তত ১৭ জনকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা অভিযুক্ত চালকের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি। আমরা তাকে গ্রেফতার করবো।

কীভাবে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন করে মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটলো; তা জানতে তদন্ত শুরু হয়েছে। নামাজের সময় আশ-পাশের এলাকায় অবস্থানরত মানুষের জবানবন্দি নিচ্ছে পুলিশ।

এদিকে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় বুধবার সকালের দিকে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে অন্তত এক নারী নিহত ও আরো একজন আহত হয়েছেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এসআইএস/এমএস

আরও পড়ুন