মালয়েশিয়া ইন্দোনেশিয়াসহ ৫ দেশে ঈদ বুধবার
মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এখনও শাওয়াল মাসের চাঁদ দেখার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। কিন্তু ইতোমধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান-সহ আরো কয়েকটি দেশ ঘোষণা দিয়েছে যে, আগামী ৫ জুন (বুধবার) ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। তবে সৌদি আরব ঈদ-উল ফিতর কোন দিন অনুষ্ঠিত হবে সে ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
সোমবার সন্ধ্যায় দেশটিতে চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ৯টা ৪১ মিনিট, সৌদি সময় ৬টা ৪১ মিনিট) সৌদি চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়নি।
ইন্দোনেশিয়া এক বিবৃতিতে বলছে, রমজান মাসের শেষ দিন মঙ্গলবার এবং পরদিন ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। আরবি ভাষার দৈনিক আল মোয়াতেন বলছে, ইন্দোনেশিয়ায় সোমবার চাঁদ দেখা যাবে না।
আরও পড়ুন : ইরানবিরোধী ‘মক্কা ঘোষণা’ প্রত্যাখ্যান করলো কাতার
জাপান এবং মালয়েশিয়ার চাঁদ দেখা কমিটি আগামী বুধবার ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে বলে এক ঘোষণায় জানিয়েছে।
ব্যাঙ্ককে নিযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের শেষ দিন মঙ্গলবার। পরদিন বুধবার (৫ জুন) ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। এদিকে পাকিস্তানও বলছে, আগামী বুধবার পবিত্র ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদ-উল-ফিতর ঘোষণাকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়াও। দেশটির জাতীয় ইমাম কাউন্সিল বলছে, বুধবার অস্ট্রেলিয়ায় ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে।
এসআইএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার