চীন সীমান্তের কাছে ভারতীয় সামরিক বিমান নিখোঁজ
চীন সীমান্তের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে ১৩ জন আরোহী ছিল। বিমান বাহিনীর ওই বিমানটি আসামের জরহাট থেকে যাত্রা করেছিল।
বিমানটিতে আট ক্রু সদস্য এবং পাঁচ যাত্রী ছিল। সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে জরহাট থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর থেকেই বিমানটির আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
স্থানীয় সময় দুপুর একটার দিকে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়েছিল। বিমানটি অরুণাচল প্রদেশের মেচুকায় অবতরণের কথা ছিল। কিন্তু তার আগেই কন্ট্রোল রুমের সঙ্গে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটিকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছে বিমান বাহিনী। তবে এখনও বিমানটির কোন খোঁজ পাওয়া যায়নি। চার দশক ধরে রাশিয়ার ডিজাইন করা দুই ইঞ্জিনবিশিষ্ট এএন-৩২ মডেলের বিমান ব্যবহার করে আসছে ভারতের বিমানবাহিনী।
টিটিএন/জেআইএম/এমএস