ফের উত্তপ্ত কাশ্মীর
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর। সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের তীব্র লড়াই লড়ছে। গোলাগুলিতে এক জঙ্গি নিহত হয়েছে। সোমবার ভোরে সোপিয়ান জেলার মোলু চিত্রগ্রাম অঞ্চলে তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী।
তল্লাশি চলাকালীন জঙ্গিরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়লে দু'পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়।
সেনাবাহিনীর গুলিতে ঘটনাস্থলেই এক জঙ্গি নিহত হয়েছে। গ্রামে একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী। দু'পক্ষের মধ্যে গোলাগুলি এখনও চলছে।
এর আগে গত ৩১ মে সোপিয়ান জেলায় সেনা অভিযানে আরও জঙ্গি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে।
টিটিএন/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার