রাশিয়ায় বিস্ফোরণ : আহত বেড়ে ৭৯
রাশিয়ার মধ্যাঞ্চলীয় জারঝিনস্ক শহরের একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭৯ জন আহত হয়েছে। এছাড়া ওই কারখানার আশপাশের আরও ১৮০ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় সকাল পৌনে ১২টার দিকে কারখানাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই কারখানায় সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত উচ্চমাত্রার বিস্ফোরক বোমা উৎপাদন ও মজুত করা হতো। ভয়াবহ ওই বিস্ফোরণে জেএসসি ক্রিস্টাল রিসার্স ইনস্টিটিউট প্লান্টের ওই ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
ওই কারখানার এক কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের সময় কারখানার ভেতরে পাঁচজন ছিল। তবে তাদের সবাইকে নিরাপদেই সরিয়ে আনা সম্ভব হয়েছে।
বিস্ফোরণের সময় জানালার গ্লাস ছিটকে পড়ায় বেশিরভাগ মানুষ আহত হয়েছে। বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে, আশপাশের অন্যান্য বাড়ি-ঘর এবং কারখানাও কেঁপে উঠেছে।
জারঝিনস্ক শহরে অবস্থিত ওই কারখানার আশপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ওই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্ত কমিটি।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা