অভিনয়ের জোরে সিংহের খোরাক হওয়া থেকে বেঁচে গেল কুকুর (ভিডিও)
দলবেঁধে বিচরণ করছিল একদল বুনো কুকুর। এর মধ্যে অসাবধানতাবশত একটি কুকুর সিংহের আক্রমণের শিকার হয়। সিংহটি এমনভাবে আক্রমণ করে যে তার বাঁচার উপায় ছিল না। কামড়ে ধরে কুকুরটিকে কিছুক্ষণ টেনে নিয়ে বেড়ায় সে। এ সময় কুকুরটির বিন্দুমাত্র নড়াচড়ার বল ছিল না। তবে শেষ পর্যন্ত নিজের বুদ্ধিমত্ত্বার জেরে রক্ষা পেয়েছে কুকুরটি।
ঘটনাটি জিম্বাবুয়ের এক সাফারি পার্কের। দেশটির হুয়াঙ্গে ন্যাশনাল পার্কে প্রতিদিন অনেক পর্যটক আসেন বনের প্রাণিদের প্রাকৃতিক পরিবেশে বিচরণ দেখতে। প্রায়ই দর্শনার্থীদের চোখে সিংহের শিকার করার দৃশ্য চোখে পড়ে। কিন্তু এবারের দৃশ্যটা একটু অন্যরকম।
একটি সাফারির গাড়ির জানালা থেকে করা ভিডিওতে দেখা যায়, এক বুনো কুকুরের ঘাড়ে কামড় দিয়ে আছে এক সিংহ৷ কুকুরটির শরীরেও নড়াচড়ার লেশমাত্র নেই৷ কিন্তু এর মধ্যেও কুকুরটিকে ছেড়ে যায়নি তার পালের অন্য সঙ্গীরা। নানাভাবে সিংহকে বিরক্ত করাই ছিল তাদের উদ্দেশ্য৷ শুরুতে পালের অন্য কুকুরদের পাত্তা না দিলেও বনের রাজা মুখের কুকুরটি মারা গেছে নিশ্চিত হয়ে আশপাশের কুকুরগুলোকে তাড়া দেয়। কুকুরটিকে মাটিতে না রাখতেই দৌড় সে।
ইউটিউবে ১৬ মে শেয়ার করা ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। মাত্র দুই সপ্তাহে ভিডিওটি দেখেছেন ২৯ লাখেরও বেশি মানুষ।
এসআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার