ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পারভেজ মোশাররফের মৃত্যুর গুজব

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:২০ পিএম, ৩১ মে ২০১৯

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যুর গুজব ছড়িয়েছে। তবে তার দলের এক মুখপাত্র বলেছেন, এই খবর মিথ্যা। তিনি বেঁচে আছেন।

বৃহস্পতিবার পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে যে, দুবাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে পারভেজ মোশাররফকে।

সাবেক এই প্রেসিডেন্টের দল অল মুসলিম লীগের মহাসচিব মাহরেন মালিক জানিয়েছেন, তিনি দুবাইয়ে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, পাকিস্তানের শত্রুরাই সামাজিক মাধ্যমে পারভেজ মোশাররফের মৃত্যুর গুজব ছড়িয়েছে। মাহরেন মালিক বলেন, আমরা সবাই তার জন্য প্রার্থনা করছি। আমরা আশা করছি তিনি খুব দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

দীর্ঘদিন ধরেই অ্যামিলয়ডোসিস নামের একটি জটিল রোগে ভুগছেন পারভেজ মোশাররফ। এই রোগ স্নায়বিক প্রক্রিয়াকে দুর্বল করে দেয়। এর আগেও বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিটিএন/এমএস

আরও পড়ুন