ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শপথ নিলেন মোদি, টিভিতে দেখলেন মা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৪৭ এএম, ৩১ মে ২০১৯

সাত দফার ম্যারাথন নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাইসিনা হিলসে শপথ নেন তিনি।

দিল্লির রাষ্ট্রপতি ভবনে হাজার হাজার অতিথির সামনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে শপথ বাক্য পাঠ করান। ছেলে যখন শপথ নিচ্ছিলেন তখন মা হীরাবেন টিভির পর্দায় তা দেখছিলেন।

এর আগে নির্বাচনে জয়ের পর মা হীরাবেনের সঙ্গে দেখা করেন মোদি। আগেই এই বিষয়টি টুইটারে জানিয়েছিলেন তিনি। দিন কয়েক আগে অভিনেতা অক্ষয় কুমারকে একটি সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী। সম্পূর্ণ অরাজনৈতিক সেই সাক্ষাৎকারে মোদি জানান কেন তিনি তার মায়ের সঙ্গে থাকেন না।

এদিকে মোদির দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ ঠাঁই পাচ্ছেন। নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, তার একটি তালিকা ছড়িয়ে পড়েছে। তবে এই তালিকায় কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

বিএ

আরও পড়ুন