ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রাজিলে কারাগারে সহিংসতায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৭ মে ২০১৯

ব্রাজিলের একটি কারাগারে বন্দীদের মধ্যে সহিংসতার ঘটনায় ১৫ নিহত হয়েছে। আঞ্চলিক কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার উত্তরাঞ্চলীয় আমাজোনাস রাজ্যে এই সহিংসতার ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় সকাল ১১টার দিকে রাজ্যের রাজধানী মানাউস থেকে ২৮ কিলোমিটার দূরে অবস্থিত কারাগারটি পরিদর্শনের সময় সহিংসতার সূত্রপাত হয়।

এক সংবাদ সম্মেলনে কর্নেল মার্কোস ভিনিসিয়াস আলমেইদা বলেন, বন্দীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিদর্শনের সময় এমন সহিসংতা এবং মৃত্যুর ঘটনা আগে কখনও ঘটেনি। আলমেইদা বলেন, কী কারণে বন্দীদের মধ্যে মারামারি হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে ওই একই কারাগারে বিদ্রোহের ঘটনা প্রায় ২০ ঘণ্টা স্থায়ী হয়েছিল। এতে প্রায় ৫৬ জন নিহত হয়।

২০১৬ সালের আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি বন্দীর অবস্থান ব্রাজিলে। সেখানকার বিভিন্ন কারাগারে ৭ লাখের বেশি বন্দী রয়েছে। বেশিরভাগ কারাগারেই ধারণ ক্ষমতার অতিরিক্তি বন্দী রাখা হয়। ফলে সেখানে সহজেই দাঙ্গা পরিস্থিতির শুরু হয়ে যায়।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন