ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মোদিকে ইমরান খানের ফোন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৬ মে ২০১৯

ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার ভারতের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত এই প্রধানমন্ত্রীকে ফোন করে শুভেচ্ছা জানান তিনি।

নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, টেলিফোন করে শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

এ সময় ভারতের নেয়া দারিদ্র বিমোচন নীতির কথা স্মরণ করে ইমরান খানকে যৌথভাবে দারিদ্র বিমোচনে কাজ করার আহ্বান জানান মোদি। একই সঙ্গে এই অঞ্চলে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সহিংসতা এবং সন্ত্রাসমুক্ত পরিবেশ সৃষ্টির তাগিদ দিয়েছেন ভারতের এই প্রধানমন্ত্রী।

এর আগে গত ২৩ মে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাওয়ার পর শুভেচ্ছা জানিয়ে টুইট করেন ইমরান খান।

দেশটির সদ্যসমাপ্ত ১৭ তম লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি ৩০৩টি আসনে জয় পেয়েছে। এছাড়া বিজেপি নেতৃত্বাধীন জোটের সঙ্গীরা ৫১ এবং দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে ৫২টি আসন।

এসআইএস/পিআর

আরও পড়ুন