মোদির শপথ বৃহস্পতিবার
নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন আগামী বৃহস্পতিবার। দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট বার্তায় এমন তথ্য জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন।
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে। ৫৪৫টি আসনের মধ্যে ৩৫২টি পায় বিজেপি। সম্ভাব্য নতুন মন্ত্রী কারা, সে বিষয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তবে মোদি ও তার সহকারী অমিত শাহ একঝাঁক নতুন মুখকে মন্ত্রী হিসেবে বেছে নেবেন বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে ২ থেকে ১৮টি পদে উত্থানের পরে আশা করা হচ্ছে সেখান থেকে অনেকে প্রতিনিধি হতে পারে। তবে প্রধানমন্ত্রী ও অমিত শাহ এখন পর্যন্ত ‘বিগ ৪’ অর্থাৎ স্বরাষ্ট্র, অর্থ, বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রী কারা হবেন সে ব্যাপারে কোনো ইঙ্গিতই দেননি।
বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি আমেঠীতে রাহুল গান্ধীকে হারানোর পুরস্কার হিসেবে আরও বড় কোনো দফতর দেয়া হতে পারে। ওই কেন্দ্র চার দশক ধরে কংগ্রেসের দখলে ছিল বলে জানা যায়। রাহুল নিজে ওখান থেকে তিনবার নির্বাচিত হয়েছেন।
এমআরএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা