রাশিয়ায় অভিনব `বিয়ে পুলিশ বাহিনী`
শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ রাশিয়ায় বিশেষ একটি পুলিশ বাহিনী গঠন করা হয়েছে। এই বাহিনীর নাম দেয়া হয়েছে বিয়ে পুলিশ বাহিনী। প্রাথমিকভাবে বাহিনীটির সদস্য সংখ্যা ৪০জন নিয়োগ করা হয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।
দেশটির উত্তর ককেশাসের আডেগা অঞ্চলে টহল দেবে পুলিশের এই বিশেষ ইউনিট। বর ও কনের গাড়ি বহর ট্রাফিক আইন মেনে চলছে কি না এবং গাড়ির জানালা দিয়ে কেউ গুলি এলোপাতাড়ি ছুড়ছে কি না এসব বিষয়ের ওপর নজর রাখবে তারা।
এই অঞ্চলে বিয়ের অনুষ্ঠানে বর ও কনের পক্ষ হয়ে যারা আসেন তাদের একটু উচ্ছৃঙ্খল হয়ে পড়ার অভিযোগ আছে। আনন্দ প্রকাশ করতে গিয়ে তাদের অনেকেই বন্দুক থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এছাড়াও হর্ন বাজিয়ে চিৎকার করা হয়।
`বিয়ে পুলিশে`র কারণে বিয়ের অনুষ্ঠানে বেপরোয়া আনন্দ উল্লাসের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করছেন আডেগার স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার রেচিস্কি। এরকম পুলিশ বাহিনী গঠন রাশিয়াতে এটাই প্রথম।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সাধারণত যেখানে বিয়ের অনুষ্ঠান হয় এবং যেসব রাস্তা দিয়ে গাড়ির বহর যাওয়া আসা করে সেখানেই এই বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। সদ্য বিবাহিতদের অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তারা বলছেন, এটা একটা ভালো কাজ হয়েছে। কারণ বিয়ের অনুষ্ঠান থেকে যেসব গুলি ছোড়া হয় তাতে হতাহত হওয়ার ঘটনাও ঘটেছে।
এসআইএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ২ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৩ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?
- ৪ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র
- ৫ ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস