ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি : যুক্তরাষ্ট্রের উদ্বেগ

প্রকাশিত: ১১:০০ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৫

রাশিয়া যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় সামরিক ঘাঁটি নির্মাণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাশিয়ার এ ধরনের উদ্যোগ সংঘর্ষকে আরো তীব্র করবে। খবর বিবিসির।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়ায় এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার নির্মাণ করছে রাশিয়া। এছাড়া এক হাজার সেনার আবাসন ব্যবস্থার জন্য নির্মাণ সামগ্রীও পাঠিয়েছে দেশটি। একইসঙ্গে সিরিয়ায় সামরিক পণ্যবাহী বিমান চলাচলের জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছে রাশিয়া।

সিরিয়ায় চার বছর ধরে চলা গৃহযুদ্ধে আসাদ সরকারের প্রতি সমর্থন আছে রাশিয়ার।  এর আগে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা জানালে এর বিরোধিতা করে রাশিয়া। তবে এবারে রাশিয়ার এ উদ্যোগ গৃহযুদ্ধকে দীর্ঘায়িত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এ ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, এ প্রতিবেদন যদি সঠিক হয়, তাহলে এ ধরনের কর্মকাণ্ড সংঘর্ষ বৃদ্ধি করবে, ফলে নিরপরাধ মানুষের ব্যাপক প্রাণহানি ঘটবে, শরণার্থীদের পরিমাণ বাড়বে এবং সিরিয়ায় আইএসবিরোধী অভিযান ঝুঁকির মুখে পড়বে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের উদ্বেগকে খামখেয়ালিপূর্ণ বলে মন্তব্য করেছেন।

এসআইএস/আরআইপি