ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

৮ বছরের শিশু লিখতে পারে ১০৬ ভাষা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:১২ পিএম, ২২ মে ২০১৯

ভারতের চেন্নাইয়ের শিশু নিয়াল থোগুলুভার বর্তমান বয়স ৮ বছর। এই বয়সেই নিয়াল লিখতে ও পড়তে পারে ১০৬টি ভাষা। নেট দুনিয়ার জ্ঞানভান্ডার ও ইউটিউবকে কাজে লাগিয়ে সে এই অসাধ্যকে সাধন করেছে। ভাষাশিক্ষার ক্ষেত্রে নিয়ালের এই মেধা তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে।

ভারতে প্রচলিত প্রধান ভাষাগুলো শেখার পাশাপাশি ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট (আইপিএ) শিখেছে সে। শুধু তাই নয়, নিজে শেখার পাশাপাশি বাবা-মাকেও বিভিন্ন ভাষার উচ্চারণ প্রণালী শিখিয়েছে সে।

এতগুলো ভাষা শেখা নিয়ে সংবাদমাধ্যমকে নিয়াল বলে, ‘আমি এখন ১০৬টির বেশি ভাষা পড়তে ও লিখতে পারি এবং ১০টি ভাষায় স্বচ্ছন্দ্যে কথা বলতে পারি। তবে ভাষার প্রতি আমার আগ্রহ কীভাবে জন্মালো তা আমি জানি না। বর্তমানে আমি আরও পাঁচটি ভাষা শেখার চেষ্টা চালাচ্ছি।’

এই বয়সে ভাষার ওপর ছেলের এমন দখলে খুশি নিয়ালের বাবা শঙ্কর নারায়ন। সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘গত বছরের শুরুর দিকে নিয়ালের ভাষার প্রতি আগ্রহ জন্মায়। তারপর থেকেই সে নিরলসভাবে একের পর এক ভাষা শিখে চলছে।’

আরএস/এমকেএইচ

আরও পড়ুন