ইফতারে চাইলেন পানি, ট্রেতে খাবার দিলেন বিমান সেবিকা
সব ধর্মের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা থাকা প্রয়োজন। কিন্তু এই সংস্কৃতি আমরা অনেক সময় ভুলেই যাই। ধর্ম নিয়ে বিভেদ তৈরি না করে যদি সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যায় তবে সবাই মিলেমিশে ভালো থাকা যায়।
এমন অনেক ঘটনাই নতুন করে আমাদের উৎসাহ দেয়, সব ধর্মের মানুষকে ভালোবাসতে শেখায়। সেরকমই একটি ছবি ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমানে। এক মুসলিম যাত্রী নিজেই টুইট করে জানিয়েছেন তার ওই অভিজ্ঞতার কথা।
এয়ার ইন্ডিয়ার বিমানে গোরক্ষপুর থেকে দিল্লি আসছিলেন রিফাত জায়েদ। চলতি রমজান মাসে রোজা রাখা ওই যাত্রীর বিমানের মধ্যেই ইফতারের সময় হয়ে যায়। রোজা ভাঙতে বিমান সেবিকার কাছে একটু পানি চেয়েছিলেন তিনি। তাড়াতাড়ি তার দিকে এগিয়ে যান দায়িত্বে থাকা বিমান সেবিকা।
মঞ্জুলা নামের ওই বিমানসেবিকা তাকে সিটে বসতে বলেন। কয়েক মিনিট পরেই এক বোতল পানি নিয়ে ফিরে আসেন তিনি। সঙ্গে ট্রেতে করে দুটি স্যান্ডউইচও আনেন তিনি। আরও খাবার আর পানি লাগলেও তাকে জানানোর অনুরোধ করেন মঞ্জুলা। বিমান সেবিকার ব্যবহারে মুগ্ধ রিফাত তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন টুইটারে।
টিটিএন/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা