ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে এক পদ এক পেনশন চালু

প্রকাশিত: ১১:২৩ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

ভারতে দীর্ঘ ৪০ বছর পড়ে থাকার পর এক পদ এক পেনশন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির সরকার। শনিবার দুপুরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর প্রকল্পটি চালু করেন।

তিনি বলেন, ৪০ বছর ধরে প্রকল্পটি পড়ে ছিল। মোদি সরকারই তা চালু করলো।

প্রায় তিন মাস ধরে অবস্থানে থাকা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পরেও এখনো সমস্যার সম্পূর্ণ সমাধান হয়নি। সপ্তাহখানেক পরে বিহার বিধানসভার দিনক্ষণ ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন। তার পর নির্বাচনী আচরণ বিধির কারণে কোনো ঘোষণা দিতে পারবে না কেন্দ্র। তাই যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টির নিষ্পত্তি করতে চায় নরেন্দ্র মোদি সরকার। আর এ জন্যই এক তরফা ভাবে এক পদ এক পেনশন প্রকল্প চালুর ঘোষণা দেয়া হলো।

চলতি বছরের জুলাই থেকে নতুন প্রস্তাব কার্যকর করার কথা রয়েছে। নতুন এই প্রস্তাবে পাঁচ বছর পর পেনশন পুনর্বিন্যাস করতে কমিশন নিয়োগের সুপারিশ করা হয়েছে। আর এতে আপত্তি জানিয়েছেন আন্দোলনকারীরা।

সেনাকর্মীদের সংগঠনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সতবীর সিংহ বলেন, সরকার এক তরফা কোনো সিদ্ধান্ত ঘোষণা করতেই পারে। তবে তা আমাদের স্বার্থবিরোধী হলে তা মানার প্রশ্নই নেই। প্রতি পাঁচ বছর অন্তর পেনশন পুনর্বিন্যাসের কথা বলা হয়েছে সরকারি প্রস্তাবে। তিনি বলেন, এটা দু`বছর অন্তর না করলে প্রস্তাব মানা হবে না।

এসআইএস/পিআর