ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হামলায় সৌদি ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১৫ মে ২০১৯

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি সমর্থিত সেনাবাহিনীর সদস্যরা সৌদি আরাবের একটি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি সামরিক হামলার কাজে ব্যবহার করা হচ্ছিল। সানা প্রদেশের ওপর দিয়ে ওড়ার সময় হামলা চালিয়ে ড্রোনটি ভূপাতিত করা হয়।

ইয়েমেনের একটি সামরিক সূত্র আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে বলেছে, দেশটির বিমান প্রতিরক্ষাবাহিনী ও তাদের মিত্ররা যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-ওয়ান প্রিডেটর কম্ব্যাট ড্রোনটি ভূপাতিত করে।

ড্রোনটি ভূপাতিত করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। সানা প্রদেশের বানি মাতার জেলার দিয়ান এলাকায় মিশন পরিচালনার সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

আরও পড়ুন : স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রশ্নে বিব্রত পাইলট

এর আগে, গত ১৯ এপ্রিল ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী চীনা নির্মিত সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করে। তার আগে ২৩ মার্চ ইয়েমেনের সেনারা সৌদি আরবের এমকিউ-ওয়ান ড্রোন ভূপাতিত করেছিল। পার্সট্যুডে।

এসআইএস/পিআর

আরও পড়ুন