ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এক মোরগের দাম লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১৪ মে ২০১৯

প্রতি বছর উৎসবের অংশ হিসেবে ভারতের কেরালা রাজ্যের এক চার্চে মোরগ নিলামে তোলা হয়। স্বাভাবিকের চেয়ে বেশি দামে বিক্রি হয় এ মোরগ।

প্রথা অনুযায়ী এবারও একটি মোরগ নিলামে ওঠে। তবে আগের সব রেকর্ড ভেঙে দিয়ে মোরগটি এক লাখ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উৎসবের সময় কেরালার কোট্টায়ামের পোনপল্লি সেন্ট জর্জ জ্যাকোবিট সিরিয়ান অর্থোডক্স চার্চে রুটি ও মোরগ দান করে স্থানীয়রা। পরে মোরগ রান্না করে রুটির সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। দানে পাওয়া সব মোরগ রান্না করা হলেও নিলামে তোলার জন্য একটি মোরগ রেখে দেয়া হয়, যেটাকে ‘পন্নুম কোঝি’ বলা হয়।

সম্প্রতি ওই চার্চ থেকে নিলামে মোরগটি কেনেন মনোজ জোসেফ নামে এক ব্যবসায়ী। গত ১৮ বছর ধরে তিনি নিলামে এই মোরগ কিনছেন। মনোজ কোট্টায়ামের বাসিন্দা। ১৮ বছর আগে চার্চ সংলগ্ন এলাকার এক নারীকে বিয়ে করেন মনোজ। এরপর থেকে প্রতি বছর এই নিলামে অংশ নেন তিনি। মজার বিষয় হচ্ছে, প্রতিবার তিনিই সর্বোচ্চ দাম দিয়ে নিলাম জেতেন।

এর আগে একটি মোরগের দাম ওঠে সর্বোচ্চ ৬০ হাজার টাকা। কিন্তু এবার যে দামে মনোজ মোরগটি কিনলেন, তা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

এমএসএইচ/পিআর

আরও পড়ুন