ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রিটেনে আবারও নীরব মোদির জামিন আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৯ মে ২০১৯

এবার নিয়ে তিনবার জামিনের আবেদন খারিজ হয়ে গেল। ব্যাংক প্রতারণা মামলায় নীরব মোদির জামিন আবেদন খারিজ করে দিয়েছে ব্রিটিশ আদালত। ব্রিটেনের ওয়েস্ট মিনিস্টার আদালতে নীরব মোদির জামিন আবেদন খারিজ করে দেয়া হয়েছে।

ওই মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ মে। এর আগে আরও দু'বার তার জামিনের আবেদন খারিজ করা হয়েছে। গত ১৯ মার্চ নীরব মোদিকে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ১৩ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। যদিও বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন নীরব মোদি।

তার জামিন যেন না হয় তা নিশ্চিত করতে লন্ডনে গিয়েছিল ভারতের ইডির কর্মকর্তাদের একটি দল। নীরব মোদির জামিনের আবেদন নিয়ে শুনানির আগে ব্রিটিশ সরকারের আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। ব্রিটিশ কর্মকর্তাদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন