আফগান পুলিশ সদর দফতরে হামলা, নিহত ১৩
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানের পুলিশ সদর দফতরে তালেবানের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারী হামলাকারীদের সংঘর্ষ এখনও চলছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার আফগানিস্তানের বাঘলানের রাজধানী পুল-ই-খুমরির পুলিশ সদর দফতরে আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সদর দফতরের মূল ফটকের সামনে বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা।
প্রাদেশিক স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক আবদুল ঘাফারি বলেছেন, ‘নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাছাড়া আমরা নারী শিশুদের মরদেহ পেয়েছি।’
বাঘলান প্রাদেশিক পরিষদের সদস্য আসাদুল্লাহ শাহবাজ বলেন, ‘সংঘর্ষ এখনো চলছে। পাশের প্রদেশ থেকে জরুরিভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে এসে মোতায়েন করা হবে। সংঘর্ষ এখনো শেষ হয়নি।’
ক্ষমতার জন্য দেশটিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র হামলা চালানো আফগান তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘বেশ কিছু তালেবান যোদ্ধা এখনো আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে।’
এসএ/পিআর