ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্যাংককে বোমা হামলা : আটক ব্যক্তির আঙ্গুলের ছাপ সনাক্ত

প্রকাশিত: ১০:৪৬ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ফ্ল্যাট থেকে উদ্ধারকৃত বোমা তৈরির সরঞ্জামে আটক বিদেশি ব্যক্তির আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। গত মাসে ব্যাংককের ইরাওয়ান মন্দিরে ভয়াবহ বিস্ফোরণে জড়িত সন্দেহে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। খবর বিবিসির।

থাই কর্তৃপক্ষ বলছে, দেশটির কম্বোডিয়া সীমান্ত থেকে আটক ওই বিদেশি নাগরিক মন্দিরে হামলার সঙ্গে জড়িত নেটওয়ার্কের হোতাদের একজন।

দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র প্রাউত থাভর্নসিরি বলেন, ব্যাংককের নোং চোকের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জামসহ বেশকিছু বিদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এসবের মধ্যে একটি বোতলে ওই বিদেশি নাগরিকের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট ব্যাংককের ইরাওয়ান মন্দিরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে বিদেশি নাগরিকসহ অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে মঙ্গলবার পর্যন্ত বিস্ফোরণে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে দেশটির পুলিশ। তবে আটক দুজন কোন দেশের নাগরিক তা এখনো জানানো হয়নি।

এসআইএস