শ্রীলঙ্কায় ছয় ভারতীয় নিহত
শ্রীলঙ্কায় রোববারের মর্মান্তিক বোমা হামলার ঘটনায় নিহত ২৯০ জনের মধ্যে ছয় ভারতীয় নাগরিক রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রাণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শ্রীলঙ্কায় ধারাবাহিক ওই বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত ছয় ভারতীয় নাগরিকের দুজন কর্নাটক প্রদেশের ধর্মনিরপেক্ষ জনতা দলের (জেডিএস) কর্মী। নিহত দুই কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে টুইট করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী।
রোববার শ্রীলঙ্কার কলম্বো, নেগেম্বো ও বাত্তিকালোয়া শহরে হোটেল, গির্জা, চিড়িয়াখানা মিলিয়ে মোট আটটি স্থানে বোমা বিস্ফোরণ ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে। আহত পাঁচ শতাধিক।
আরও পড়ুন>> শ্রীলঙ্কায় ফের হামলা হতে পারে : যুক্তরাষ্ট্র
রোববার চার ভারতীয় নিহত হওয়ার খবর দিয়েছিল দেশটির সংবাদমাধ্যমগুলো। সোমবার সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইট বার্তায় জানান, শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় আরও দুজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সুষমা স্বরাজ টুইটারে লিখেছেন, ‘কলম্বোর ভারতীয় হাই কমিশন আরও দুজনের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। তারা হলেন কে জি হনুমানাথারায়্প্পা এবং এম রঙ্গাপ্পা। পরে জানা যায়, ওই দু’জনই কর্নাটকের জেডিএস কর্মী।
শ্রীলঙ্কায় রোববার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্যান্য স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে।
আরও পড়ুন>> শ্রীলঙ্কায় হামলা : নিহতদের পরিচয় মিলছে
রোববার সকাল পৌনে নয়টার দিকে শ্রীলঙ্কার ছয়টি স্থানে বোমা হামলার ঘটনা ঘটে। তাতে নিহত হয়েছে দুই শতাধিক মানুষ। তাছাড়া এই ছয় হামলার তিন থেকে চার ঘণ্টা পর আরও দুটি স্থানে হামলার ঘটনা ঘটে।
দুই শতাধিক মানুষ নিহত হওয়া ছাড়াও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রায় ৫০০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদেশি নাগরিক নিহত হয়েছেন ৩৫ জন। নিহতদের একজন বাংলাদেশের।
এসএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা