ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এক নজরে শ্রীলঙ্কায় হামলার সব তথ্য

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:০২ পিএম, ২১ এপ্রিল ২০১৯

দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে চলেছে। ইস্টার সানডেতে পুরো শ্রীলংকায় আটটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব বিস্ফোরণ হয়েছে মূলত গির্জা ও হোটেলে। এতে প্রাণ গেছে ২০৭ জনের। আহত হয়েছেন আরো কমপক্ষে ৪৫০ জন।

রক্তাক্ত এ হামলায় এখন পর্যন্ত যা জানা গেল

>> মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে ২০৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চার শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ৩৫ বিদেশি নাগরিক রয়েছে বলে জানিয়েছে অর্থনৈতিক সংস্কারবিষয়ক মন্ত্রী।

>> ইস্টার সানডের সকালে আক্রান্ত হয়েছে কলম্বোর বিলাসবহুল সিনামুন গ্রান্ড, শাঙ্গরি-লা ও কিনসবুরি হোটেল।

আরও পড়ুন : দেখুন গীর্জায় বোমা হামলার প্রথম ভিডিও

>> কলম্বোর সেন্ট অ্যান্থনি গীর্জা, নেগোমবোর সেন্ট সেবাস্তিয়ান গীর্জা ও বাত্তিকালোয়ার জিওন গীর্জায়ও বিস্ফোরণ হয়েছে। এছাড়াও দুটি স্থানে বিস্ফোরণ হয়েছে।

>> বিস্ফোরণের পর কলম্বোর একটি বাড়িতে অভিযান চালিয়ে সাত সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযানে প্রাণ তিন পুলিশ কর্মকর্তার।

srilanka-attack.jpg

>> কোনো গোষ্ঠী কিংবা ব্যক্তি এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। তবে ইসলামপন্থী দুই চরমপন্থী ব্যক্তিকে শনাক্ত করেছে দেশটির পুলিশ।

>> বিস্ফোরণের পর পর দেশজুড়ে কারফিউ জারি করেছে সরকার।

>> স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আগামী দুই দিন বন্ধ থাকবে।

>> ফেসবুক, হোয়াটস অ্যাপসহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন : শ্রীলঙ্কা : ৭ জনকে ধরতে গিয়ে প্রাণ গেল ৩ পুলিশ কর্মকর্তার

>> হামলার ঘটনায় বিশ্ব নেতারা শোক জানিয়েছেন। শ্রীলঙ্কার পাশে থাকার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

>> ভ্যাটিকানে খোলা ময়দানে ইস্টার সানডে’র ভাষণে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান পোপ ফ্রান্সিস শ্রীলঙ্কায় হামলার নিন্দা জানিয়েছেন।

>> শ্রীলংকার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান ভিজেভার্দান বলেছেন, দেশে তৎপর সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এসআইএস/এমএস

আরও পড়ুন