ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় হামলার নিন্দা জানালেন এরদোয়ান-ইমরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:১১ পিএম, ২১ এপ্রিল ২০১৯

শ্রীলংকায় ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৮৯ জন নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মুসলিম বিশ্বের এই দুই নেতা টুইট বার্তায় তাদের শোক জানান।

শ্রীলঙ্কায় বোমা হামলার নিন্দা জানিয়ে এরদোয়ান এক টুইটবার্তায় লিখেছেন, ‘শ্রীলংকাতে ইস্টার সানডে পালনের সময় যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, আমি কঠোর ভাষায় তার নিন্দা জানাচ্ছি। এটা মানবতার ওপর আঘাত।’

তিনি আরও লিখেছেন, ‘তুরস্কের জনগণের পক্ষ থেকে আমি সহিংসতার শিকার ব্যক্তিদের পরিবার এবং শ্রীলংকার জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই ঘটনায় যারা আহত হয়েছেন, আশা করছি তারা দ্রুত আরোগ্য লাভ করবেন।’

আরও পড়ুন>> শ্রীলঙ্কায় আরো দুটি বিস্ফোরণ

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হামলার নিন্দা করে টুইটারে শোক জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘শ্রীলঙ্কায় এমন মর্মান্তিক হামলায় মূল্যবান সব জীবন নষ্ট হয়ে যাওয়া শত শত মানুষ আহত হওয়ার ঘটনার নিন্দা জানাচ্ছি।’

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শ্রীরঙ্কান ভাইদের জন্য আমার গভীর সমবেদনাঅ। এমন পরিস্থিতিতে শ্রীলংকার সাথে সম্পূর্ণ সংহতি প্রকাশ করছে পাকিস্তান।’

এসএ/এমএস

আরও পড়ুন