ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গুয়াতেমালার প্রেসিডেন্টের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৮:০৫ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

গুয়াতেমালার প্রেসিডেন্ট ওতো পেরেজের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার দেশটির একজন বিচারক এ নিষেধাজ্ঞা জারি করেছেন। প্রেসিডেন্ট হিসেবে যে কোনো অভিযোগ থেকে দায়মুক্তি রহিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে  তার বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা অারোপ করা হলো। খবর- আল জাজিরার।

পেরেজের বিরুদ্ধে শুল্ক খাতে ব্যাপক জালিয়াতির অভিযোগ আনা হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন। রাষ্ট্রপক্ষের এক আইনজীবী জানান, প্রসিকিউটরস অফিস থেকে প্রেসিডেন্ট ওতো পেরেজের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হলে বিচারক মিগুয়েল অ্যাঞ্জেল গ্লাভেজ এ নির্দেশ দেন।

পেরেজকে দায়মুক্তি থেকে অব্যাহতি দেয়ার ফলে কয়েকশ কোটি ডলারের দুর্নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পেরেজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার তদন্ত করতে আর কোনো বাঁধা নেই।

এসআইএস/এমএস