ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বন্ধ জেট এয়ারের ৫০০ কর্মীকে নিয়োগ দিল স্পাইসজেট

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২০ এপ্রিল ২০১৯

বন্ধ জেট এয়ারওয়েজের ৫০০ কর্মীকে ইতোমধ্যেই নিজেদের প্রতিষ্ঠানে চাকরি দিয়েছে স্পাইসজেট। এর মধ্যে ১০০ জন পাইলট। এ ছাড়া আরও কর্মীকে নিয়োগ করতে চলেছে তারা। শুক্রবার স্পাইসজেটের পক্ষে এক বিবৃতিতে একথা জানানো হয়।

আর্থিক সমস্যার জেরে ঘরোয়া এবং আন্তর্জাতিক রুটে সাময়িকভাবে উড়ান পরিষেবা বন্ধ রেখেছে জেট এয়ারওয়েজ। গরমের ছুটির মৌসুমের মুখে তাদের এ সিদ্ধান্তে অন্য বিমান সংস্থায় যাত্রীদের চাপ কয়েক গুণ বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে ২৭টি অতিরিক্ত বিমান চলানোর সিদ্ধান্ত নিয়েছে স্পাইসজেট।

অতিরিক্ত উড়ান চলানোর জন্য স্বাভাবিকভাবে অতিরিক্ত কর্মীর প্রয়োজন গুরুগ্রামভিত্তিক এ বেসরকারি বিমান সংস্থাটির। আর নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে বর্তমানে বন্ধ হয়ে যাওয়া জেট এয়ারওয়েজের কর্মীরা সর্বাধিক অগ্রাধিকার পাবেন। শুক্রবার এক বিবৃতিততে এমনই জানিয়েছেন স্পাইসজেটের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং।

এনডিএস/

আরও পড়ুন