দক্ষিণ আফ্রিকায় চার্চের দেয়াল ধসে নিহত ১৩
দক্ষিণ আফ্রিকার উপকূলবর্তী প্রদেশ কাওজুলু নাটালে একটি চার্চের দেয়াল ধসে অন্তত ১৩ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি দেশটির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে বলছে, চার্চ ধসে ১৩ জন নিহত ছাড়াও আহত আরও ২৯ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। খ্রিস্টীয় পর্বোপলক্ষে গ্রাম্য যাজকের প্রদত্ত অর্ঘ্য দেয়ার জন্য চার্চটি নির্মিত।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে প্রদেশের এমপাঙ্গেনি নামক শহরে অবস্থিত ওই চার্চটির দেয়াল ধসে পড়ে। তারা দেয়াল ধসের কারণ হিসেবে টানা ও ভারী বৃষ্টিকে দায়ী করছেন।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, যখন দেয়াল ধসের ঘটনাটি ঘটে তখন অনেকে চার্চটির ভেতরে ঘুমাচ্ছিলেন। খ্রীস্টান ধর্মালম্বীদের ইস্টার সানডে উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে।
দেয়াল ধসে এত মানুষ নিহতের ঘটনার পর শুক্রবার চার্চটির সামনে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়। গত বছর দেশটির প্রেসিডেন্ট ক্রিল রামাফোসা চার্চটি পরিদর্শনে যান। সেসময় নতুন আরকেটি চার্চ নির্মাণের জন্য তার কাছে সাহায্য চান অনেকে।
এসএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার