পর্তুগালে বাস উল্টে ২৯ জার্মান পর্যটক নিহত
পর্তুগালের মাদেইরা দ্বীপে একটি বাস উল্টে রাস্তার পাশে একটি খাদে পড়ে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। নিহতরা সবাই জার্মান পর্যটক।
ক্যানিকো শহরের কাছে ওই বাস দুর্ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছে। পর্তুগালের বার্তা সংস্থা লুসা জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটেছে। একটি জংশনে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়।
স্থানীয় মেয়র ফিলিপ সৌসা বলেন, যা ঘটেছে তা বর্ণনা করার কোন ভাষা আমার নেই। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মুখোমুখি হতে পারব না আমি।
তিনি জানিয়েছেন, পর্যটকবাহী ওই বাসটিতে জার্মান পর্যটকরা ছিলেন। কিন্তু হতাহতদের মধ্যে স্থানীয় লোকজনও থাকতে পারে। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ এবং ১৭ জন নারী।
বাসটিতে চালক এবং একজন ট্যুর গাইড ছাড়াও আরও ৫৫ জন যাত্রী ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
টিটিএন/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ২ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৩ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৪ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা
- ৫ ইউক্রেনের একের পর এক গ্রাম দখলের দাবি রাশিয়ার