ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কিমের নজরদারিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৯

একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পরীক্ষা চালানোর সার্বিক বিষয়ে নজরদারি করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএক) খবরে এ কথা বলা হয়েছে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় কিমের নজরদারিকে খবরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

ক্ষেপণাস্ত্র সম্পর্কে বলা হয়েছে, দিকনির্দেশনা ব্যবস্থার ক্ষেত্রে এ ক্ষেপণাস্ত্রের বৈচিত্র্য রয়েছে। এ ছাড়া, এর রয়েছে অত্যন্ত শক্তিশালী বোমা বা ওয়ারহেড। এ ছাড়া ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দেয়া হয়নি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে কিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হয়। দ্বিতীয় দফার এ আলোচনা ভেস্তে যাওয়ার পর এই প্রথম প্রকাশ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া।

জেডএ/জেআইএম

আরও পড়ুন