ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইনহেলার কেমোথেরাপিতে সারবে ফুসফুসের ক্যান্সার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১৬ এপ্রিল ২০১৯

ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় ইনহেলার কেমোথেরাপি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, এই পরীক্ষা সফল হলে ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি শরীরে ইনজেক্ট করার প্রয়োজন পড়বে না। ইনহেল করলেই ভালো ফল পাওয়া যাবে।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজির গবেষক নজরুল ইসলাম বলেন, সবচেয়ে প্রাণঘাতী রোগ হচ্ছে ফুসফুসের ক্যান্সার এবং এটা এখন সবচেয়ে বেশি হচ্ছে।

এই গবেষকের দাবি, কেমোথেরাপি শরীরে ইনজেক্ট না করে তা ইনহেলের মাধ্যমে সরাসরি ফুসফুসে পৌঁছে দিতে পারলে, অনেক ভালো ফল পাওয়া যাবে। এটাকে টার্গেটেড কেমোথেরাপি বলা হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় ইনহেলের জন্য এক ধরনের পাউডার ব্যবহার করা হচ্ছে। অদূর ভবিষ্যতে ইনহেল কেমোথেরাপির মাধ্যমেই ফুসফুস ক্যান্সারের চিকিৎসা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এসআইএস/জেআইএম

আরও পড়ুন