বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে, তাদের বয়কট করুন : মমতা
ধর্মের জিগির তুলে সাধারণ মানুষকে ‘বিপথে’ চালনার রাজনীতি বাংলায় চলবে না বলে ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) হুঁশিয়ার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, একটি নির্বাচনী জনসভায় তিনি বলেন, ‘বিজেপি তো ধর্ম নিয়ে নোংরা রাজনীতি করে। তারা ধর্মের নামে নোংরা রাজনীতি করেই মানুষকে ভুলপথে নেয়ার চেষ্টা করছে।’
মমতা আরও বলেন, ‘নির্বাচনের সময় বিজেপি বাংলার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার কাজে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। তাদের বয়কট করুন। বাংলার মানুষ বিজেপির হিংসার রাজনীতিকে সমর্থন করে না।
রাজ্যের বিভিন্ন জেলায় রামনবমী উপলক্ষে বিজেপির সশস্ত্র মিছিলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘তাদের কী সাহস! তারা তলোয়ার নিয়ে মিছিল করছে। তাদের বয়কট করুন।’
জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে মমতা বলেন, ‘তারা কার গলা কাটতে চায়। আমি থাকতে বাংলায় কারও গলা কাটতে দেব না। বাংলায় এনআরসি চালু নিয়ে বড় বড় কথা বলছে। কেন্দ্র থেকে উৎখাত করে দিন ওদের। আমি থাকতে বিজেপির ক্ষমতা নেই বাংলায় এনআরসি চালু করার।’
এসএ/পিআর