ব্যাংকক হামলায় প্রধান সন্দেহভাজন গ্রেফতার
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ইরাওয়ান মন্দিরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে প্রধান সন্দেভাজনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির কম্বোডিয়া সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার থাই প্রধানমন্ত্রী জানিয়েছেন। খবর আল জাজিরার।
থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ও চা বলেন, দেশটির কম্বোডিয়া সীমান্তের সা কায়েও এলাকা থেকে মন্দিরে বোমা হামলার সঙ্গে জড়িত প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ওই গ্রেফতারকৃত ব্যক্তি বিদেশি নাগরিক বলে তিনি জানান।
গত ১৭আগস্ট ব্যাংককের ইরাওয়ান মন্দিরে বোমা হামলায় অন্তত ২০জনের প্রাণহানি ঘটে। নিহতদের অধিকাংশই বিদেশি পর্যটক ছিলেন। মন্দিরে বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে এর আগেও একজনকে গ্রেফতার করে দেশটির পুলিশ।
পর্যটন শিল্পকে ধ্বংস করতেই মন্দিরে বোমা হামলা চালানো হয়েছে বলে এর আগে থাই সরকার দাবি করেছে।
এসআইএস