ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সৌদি প্রিন্স-ট্রাম্পের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১০ এপ্রিল ২০১৯

 

সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তারা দু'জনে মধ্যপ্রাচ্যে রিয়াদের ভূমিকা, ইরানের ওপর চাপ প্রয়োগ এবং মানবাধিকারের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপ, ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা এবং নারী মানবাধিকার কর্মীদের গ্রেফতারসহ বেশ কিছু কারণে বেশ চাপের মধ্যে রয়েছে ওয়াশিংটনের দীর্ঘদিনের মিত্র দেশ সৌদি আরব।

তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি দূতাবাসে জামাল খাশোগিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যেই সৌদির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে কংগ্রেসের ডেমোক্রেট এবং রিপাবলিকান দলের আইনজীবীরা।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, তাদের বিশ্বাস প্রিন্স সালমানের নির্দেশেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু সৌদির তরফ থেকে বরাবরই এই হত্যাকাণ্ডের কথা অস্বীকার করা হয়েছে।

ট্রাম্প বলছেন, মার্কিন অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতেই সৌদির সঙ্গে মার্কিন অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ।
খাশোগি হত্যায় সোমবার ১৬ জনকে চিহ্নিত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। ওই ১৬ জন এবং তাদের পরিবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

টিটিএন/এমএস

আরও পড়ুন