ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে যেভাবে সম্পন্ন হবে ৯০ কোটি ভোটারের নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৯ এপ্রিল ২০১৯

ভারতের নির্বাচন প্রক্রিয়ায় গত এক দশকেরও বেশি সময় ধরে কিছুই বদলায়নি। দেশটির প্রতিটি নির্বাচনের সময় ভোটগ্রহণ কর্মকর্তারা পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের সিংহ উপদ্রুত বন গিরে যান, শুধুমাত্র একজন ব্যক্তির ভোট সংগ্রহের জন্য।

মূলত সেখানে পাঁচজন যান, সঙ্গে থাকেন আরও দুই পুলিশ সদস্য। তারা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) থেকে শুরু করে ভোটের যাবতীয় সরঞ্জাম বহন করেন।

দীর্ঘ যাত্রা করার পর, তারা ভারতদাস দর্শনদাস নামে সেই ভোটারের জন্য তার বাড়ির দুই কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নিয়ম অনুযায়ী একটি ভোটকেন্দ্র স্থাপন করেন। নির্জন একাকী এই ভোটারের বয়স বর্তমানে ষাটের কোঠায়। তিনি মূলত এই বনভূমির ভেতরে একটি মন্দিরের দেখাশোনা করেন।

বিবিসিকে দেয়া ২০০৯ সালের সাক্ষাতকারে তিনি বলেছিলেন, ‘এই মন্দিরে আগে আমরা ৪৫ জন থাকতাম। আমাদের বিপুল সংখ্যক তীর্থযাত্রী ছিল। এক পর্যায়ে বন কর্তৃপক্ষ এই স্থানটিতে মানুষের বসবাস অনেক কঠিন করে তোলে। তাই আমার সঙ্গে থাকা অন্য সবাই একে একে চলে যান, একমাত্র আমিই শেষ ভোটার হিসেবে এখানে টিকে আছি।

তিনি জঙ্গলে আরও ভাল রাস্তা দেখবেন বলে আশা করেন যাতে আরও তীর্থযাত্রীরা মন্দিরে আসতে পারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিন্তু আমার খুব ভাল লাগে যে কর্তৃপক্ষ শুধুমাত্র আমার ভোট নিতে এখানে আসে। আমি সম্মানিত বোধ করি।’ ভারতদাসের গল্পটি ভারতের সাধারণ নির্বাচনের জটিলতার একটি ঝলক দেয়।

হিমালয় থেকে উপকূলে
ভারত চলতি মাসেই আবারও নির্বাচনে যাবে ৯০ কোটি ভোটারকে সঙ্গে নিয়ে। এটাই হবে বিশ্বের দেখা সবচেয়ে বড় নির্বাচন। কিন্তু কিভাবে একটি দেশ এতো বড় নির্বাচন পরিচালনা করে, যেখানে কিনা সমগ্র বিশ্বের মোট জনসংখ্যার ১২ শতাংশ মানুষের বসবাস?

নির্বাচন কমিশন বলেছে, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার মনোভাব নিয়ে কমিশনকে ২৯ টি রাজ্য এবং সাতটি প্রশাসনিক অঞ্চলে হওয়া নির্বাচন সামাল দিতে হয়। এর মধ্যে রয়েছে উত্তরের বিশাল পাহাড়ি অঞ্চল (হিমালয়), উত্তর এবং কেন্দ্রীয় অঞ্চলের বিস্তৃত সমভূমি, পশ্চিমে একটি মরুভূমি অঞ্চল, বন জঙ্গলে ঘেরা এবং দক্ষিণে দীর্ঘ সমুদ্র উপকূল।’

সাবেক প্রধান নির্বাচন কমিশনার তার লেখা ‘অ্যান্ড ইনডকুমেন্টেড ওয়ান্ডার : দ্য মেকিং অফ দ্য গ্রেট ইন্ডিয়ান ইলেকশন’ বইয়ে এভাবেই ব্যাখ্যা করেন।

India

বিস্তৃত এই অঞ্চল-জুড়ে সবার ভোট নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে প্রায় ১০ লাখ ভোট কেন্দ্র। যার বেশ কয়েকটির অবস্থান অনেক দুর্গম স্থানে।

উদাহরণস্বরূপ, উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশের একটি ভোটকেন্দ্রের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৪৪০ মিটার উঁচুতে। এটাকে সবচেয়ে বেশি দুর্গম ভোটকেন্দ্র বলে ধরা হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভোটারদের কাছে পৌঁছাতে ভোট কর্মকর্তাদের ২০ কিলোমিটারের বেশি পথ হেঁটে যেতে হয়। তাদের পিঠে করে ভোটদানের সরঞ্জামের পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার, স্লিপিং ব্যাগ, খাবার এবং টর্চ বহন করতে হয়।

হেলিকপ্টার থেকে উট পর্যন্ত
প্রতিটি ভোটারের কাছে পৌঁছাতে কতো ধরণের কাঠখড় পোড়াতে হয় তা অনেকের কল্পনার বাইরে। ভোটের পেছনের চিত্র নিজ বইয়ে ব্যাখ্যা করে কুরাইশি বলেন, ‘এটি প্রথমে শুনতে খুব রোমাঞ্চকর মনে হলেও একজন ভোট কর্মকর্তাকে বিভিন্ন ধরণের পরিবহনে চড়ে ভোটারদের কাছে পৌঁছাতে হয়।’

তিনি আরও বলেন, ‘সেটা আদিম থেকে অতি-আধুনিক পরিবহন মানে-হাতি, উট, নৌকা, সাইকেল, হেলিকপ্টার, ট্রেন এমনকি উড়োজাহাজও হতে পারে। এসব পরিবহনের মাধ্যমে ভোট কর্মকর্তাদের ভোটের সব সামগ্রী নিয়ে মরুভূমি, পর্বত, সমভূমি, বন, দ্বীপ এবং উপকূলীয় অঞ্চল পাড়ি দিয়ে ভোটারদের কাছে পৌঁছাতে হয়।’

India

প্রায় এক কোটি কর্মকর্তা এই বছরের নির্বাচন পরিচালনা করবেন। আর এই সংখ্যা সুইডেনের মোট জনসংখ্যার প্রায় সমান। ভোট প্রক্রিয়ায় নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি আধা সামরিক বাহিনী, পর্যবেক্ষক, ভিডিওগ্রাফার, সরকারি কর্মচারী ও শিক্ষকদের একটি বহরও অন্তর্ভুক্ত থাকবে।

সব ধরণের পক্ষপাত এড়াতে তাদের সবাইকে একটি র‍্যান্ডম নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বেছে নিয়ে নির্দিষ্ট এলাকায় নিয়োগ দেয়া হয়। কিন্তু তাদের মধ্যে এক বিষয়ে সাদৃশ্য রয়েছে তা হলো তাদের প্রত্যেককে এমন প্রশিক্ষণ দেয়া হয় যেন তারা দৃঢ় সংকল্পের সাথে প্রতিটি রাজ্যের আলাদা আলাদা পরিস্থিতির মুখোমুখি হতে পারে।

জরিপ সহিংসতা থেকে জাল ভোট
যেকোনো জটিল পরিস্থিতি মোকাবিলার জন্য ভোটকেন্দ্রগুলোতে নিয়োজিত কর্মকর্তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হয়। উদাহরণস্বরূপ, বিহারের উত্তর প্রদেশে ‘বুথ ক্যাপচারিং’ বা ভোটকেন্দ্র দখলের ইতিহাস রয়েছে। যখন কোন একটি দলের সদস্য জোরপূর্বক ভোটকেন্দ্র দখল করে নিবন্ধিত ভোটারদের নামে জাল ভোট দেয় এবং তা গণনা করে।

এ ধরণের সহিংসতার কারণে ভোটাররা ভোট দিতে আগ্রহ পান না। ফলে ভোটারদের কেন্দ্রে আসার হার কমে যায়। বিশেষ করে নারী ভোটাররা আগ্রহ হারান। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এমন কারচুপির সুযোগ কম।

নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়াকে ছয় বা সাতটি পর্যায়ে ভাগ করে পরিচালনা করে। এতে করে প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা সহজ হয়। তারপরও মণিপুর রাজ্যে জাল ভোটের ঝুঁকি রয়েছে। পরে ফেইস রিকগনিশন বা চেহারা দেখে পরিচয় শনাক্তের প্রযুক্তির মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করা হয়।

India

কুরাইশি তার বইয়ে এমন এক ঘটনার কথাও উল্লেখ করে বলেন, ‘এই প্রযুক্তি আনার পর, তারা এমন এক নারী ভোটারকে চিহ্নিত করেন। যিনি বিভিন্ন বেশে এসে ৬০বারেরও বেশি সময় ভোট দিয়ে পড়েন।

এ ধরনের সতর্কতা সত্ত্বেও, ২০১৪ সালের শেষ নির্বাচনে নির্বাচনকে ঘিরে বেশ কয়েকটি ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। সবচেয়ে বাজেভাবে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে রয়েছে কাশ্মীর, ঝাড়খন্ড ও আসাম।

আসন্ন নির্বাচনে অনুরূপ দুর্ঘটনা এড়ানোর জন্য এখন নিরাপত্তা কর্মীরা সময়ের সাথে নিজেদের এগিয়ে রাখার চেষ্টা করছেন। পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডের, কয়েকটি রুট থেকে ল্যান্ডমাইন অপসারণ করা হয়েছে। এমন মাইন সেখানকার সশস্ত্র বামপন্থী গেরিলা বাহিনী পুঁতে রেখেছিল বলে জানা গেছে।

আসামের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে যেন বিদ্রোহীদের সহিংসতা বা সাম্প্রদায়িক সংঘর্ষ এড়ানো যায়।

নির্বাচনের তারিখ থেকে প্রতীক
এই বছর ভারতের নির্বাচন ছয় সপ্তাহ ছাড়িয়ে যাবে, যেখানে হাজার হাজার প্রার্থী ৫৪৩টি আসনের জন্য ভোটের লড়াই করবেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার টি এস কৃষ্ণমূর্তি বিবিসিকে এ কথা জানান, ‘আমরা এক বছর আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করি। ভোটার নিবন্ধীকরণ ছাড়া, এটি একটি চলমান প্রক্রিয়া।’

এমনই এক নিবন্ধন প্রক্রিয়ার সময়, নির্বাচন কমিশন ভারতের প্রবীণতম ভোটারদের মধ্যে একজনকে খুঁজে পেতে সক্ষম হয়েছিল, যার নাম শ্যাম শরণ নেগি।

অবসরপ্রাপ্ত ওই স্কুল শিক্ষক ১৯৫১ সাল থেকে এ পর্যন্ত ভারতের প্রতিটি সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন। তার বয়স এখন ১০২ বছর। তিনি এবারও হিমাচল প্রদেশ থেকে ভোট দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের আগে নির্বাচনী কর্মকর্তাদের বেশ কিছু বিষয়ে নজর রাখতে হয়। সেগুলো হল-

১. সারা ভারতের ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) গ্রহণ ও অদলবদল করা;

২. নির্বাচন তারিখ যথাযথ উপায়ে বাছাই করতে হবে। ভোটের জন্য এমন একটি দিনকে বেছে নিতে হবে যেদিন কোন সম্প্রদায়ের উৎসব, পরীক্ষা, কৃষির মৌসুম বা চরম আবহাওয়া না থাকে;

৩. একটি 'বিশেষ ধরনের' অমোচনীয় কালির বিপুল পরিমাণ সরবরাহ নিশ্চিত করা, যা প্রতিটি ভোটারের আঙ্গুলের উপর প্রয়োগ করা হয়। যাতে কেউ একবারের বেশি ভোট দিতে না পারে;

৪. প্রতিটি দল এবং অসংখ্য স্বতন্ত্র প্রার্থীর জন্য প্রতীক বরাদ্দ করা যাতে ভোটাররা দ্রুত তাদের শনাক্ত করতে পারেন;

প্রতীকের প্রসঙ্গ যেহেতু উঠেছে সেক্ষেত্রে একজনের কথা বলতেই হয়। আর তিনি হলেন, সকল প্রতীকের পেছনের ব্যক্তি এম এস শেঠি।

তিনি ১৯৯০ এর দশকে তার দলবল নিয়ে বিভিন্ন প্রতীক নিয়ে আলোচনা করেন। সেখানে টেবিল, টেলিফোন, আলমারি এবং টুথব্রাশের মতো দৈনন্দিন বস্তুর কথা উঠে আসে। সেঠি সেগুলোর ছবি আঁকতেন এবং রাজনীতিবিদদের একটি পরিচয় দিতেন।

India

ভারতের প্রথম সাধারণ নির্বাচনের আগে (যা অক্টোবর ১৯৫১ থেকে ফেব্রুয়ারি ১৯৫২ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল) প্রতীক ব্যবহারের ধারণাটি রপ্ত করা হয়। কেননা তখনকার প্রায় ৮৪ শতাংশ ভোটার পড়তে এবং লিখতে অক্ষম ছিলেন।

এর মধ্যে অনেক প্রতীক এখন আর ব্যবহার হয় না। তবে সেগুলোকে এখনও ফ্রি লিস্টে পাওয়া যায়। এই কাজগুলো (এবং আরও) ভারতের প্রতিটি সাধারণ নির্বাচনের আগে কমিশনের প্রস্তুতির একটি মূল অংশ গঠনে সহায়তা করে।

লজিস্টিকস থেকে নিয়মকানুন
কৃষ্ণমূর্তি বলেছেন, ‘কিন্তু সহায়ক এই কাজগুলো সবচেয়ে চ্যালেঞ্জিং নয়। এগুলো মূলত রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণের প্রক্রিয়া।’ প্রথম দফার নির্বাচনে নগদ অর্থ এবং অন্যান্য উপহারের বিনিময়ে ভোট কেনার চেষ্টাও ভারতে প্রকট।

এর প্রধান কারণ হল, বর্তমানে রাজনীতি প্রচণ্ড প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। ২০১৪ সালের নির্বাচনে ৪৬৪টি দল ছিল, অথচ প্রথম নির্বাচনে ছিল ৫৫টি। দেশটির রাজনৈতিক দলগুলোর অস্বচ্ছ অর্থায়ন নিয়েও প্রশ্ন রয়েছে।

কৃষ্ণমূর্তি বলেছেন, ‘কোন ধরণের সহিংসতা বা নিয়ম লঙ্ঘন হলে আমরা দলগুলোকে সতর্ক করি, হুঁশিয়ারি দেই। কিন্তু কোন প্রার্থীকে অযোগ্য বা স্থগিত করার ক্ষমতা আমাদের নেই। আমরা কিছু চরম ক্ষেত্রেই তাদের প্রতীক প্রত্যাহার করতে পারি।’

সুষ্ঠু ভোট গণনা নিশ্চিত করার জন্য, ভোটকেন্দ্রগুলো প্রকৃত ভোটের আগে প্রতিটি ভোটকেন্দ্রে একটি পরীক্ষামূলক ভোট বা মক ভোট পরিচালনা করে। কিন্তু বিভিন্ন সময়ে, এই মেশিনগুলো নিয়ে সন্দেহের উদ্রেক হয়। বিশেষ করে হেরে যাওয়া দলগুলো, প্রায়ই অভিযোগ করে যে মেশিনগুলো ‘হ্যাক করে কারচুপি’ হতে পারে।

India

ভারতের নির্বাচনী কর্তৃপক্ষ সবসময় এই বিষয়টি খেয়াল রাখেন যেন ভোটিং মেশিনগুলোকে বৈদ্যুতিকভাবে ট্যাম্পার করা গোপনে প্রবেশ করা না যায়। তারপরও কেউ যদি ফিজিক্যালি ট্যাম্পারিং করে থাকেন বা বাইরে থেকেই কোন পরিবর্তনের চেষ্টা করেন তাহলে সেটা সহজেই শনাক্ত করা যায়।

এই মুহূর্তে, তারা দেশব্যাপী ভোট প্রক্রিয়ার শেষ পর্যায়ের প্রয়োজনীয়তাগুলো মেটাতে কাজ করে যাচ্ছেন। দক্ষিণের তেলেঙ্গানার নির্বাচনী অঞ্চলটি একটি ভিন্ন রকম সমস্যার মুখোমুখি হয়েছে। আর সেটা হল তাদের একটি আসনের সর্বোচ্চ সংখ্যক প্রার্থী লড়াই করছে।

পুরানো ইভিএমগুলো ৬৪টি নাম ধারণ করতে পারে, তবে এই বিশেষ নির্বাচনী এলাকায় প্রার্থীই দাঁড়িয়েছেন ১৮৫জন। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে বিপুল সংখ্যক আপডেটেড মেশিন অর্ডার করা হয়েছে। যেটি বেশি সংখ্যক নাম ধারণ করতে সক্ষম। নির্বাচন কমিশন তাদের এই সক্ষমতা অর্জনের ব্যাপারে এখন পর্যন্ত আত্মবিশ্বাসী।

ভারতের জ্যেষ্ঠ উপ নির্বাচন কমিশনার উমেশ সিনহা আশ্বাস দিয়ে বলেন, ‘ভোট প্রক্রিয়া মসৃণ হবে। ইভিএম প্রবর্তনের পর থেকে এতো বিপুল সংখ্যক ব্যালট ইউনিট ব্যবহার করার জন্য তেলেঙ্গানা দেশের প্রথম কোন রাজ্য হবে।’ তিনি বিশ্বাস করেন যে এই রাজ্যটি ইতিহাস তৈরির পথে চলছে।

কিন্তু এ ধরণের পদক্ষেপ কি নির্বাচনে ভোটারদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে পারবে? ভোটের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পারবে - এমন প্রশ্নের জন্য বিশ্ববাসীর অপেক্ষা করতে হবে ২৩শে মে পর্যন্ত।

সূত্র : বিবিসি বাংলা

এসএ/এমএস

টাইমলাইন

  1. ০৫:১১ পিএম, ২৯ মে ২০১৯ মোদির ভূমিধস জয়ের নেপথ্যে ‘মোদিকেয়ার’
  2. ০৯:৩১ এএম, ২৫ মে ২০১৯ রাহুলের পদত্যাগ ঠেকাতে দিল্লিতে নবীন নেতারা
  3. ০৮:৫১ পিএম, ২৪ মে ২০১৯ নরেন্দ্র মোদির পদত্যাগ
  4. ০৬:৫২ পিএম, ২৪ মে ২০১৯ মোদির গুজরাটে ভয়াবহ আগুন, নিহত ১৮
  5. ০৬:২৯ পিএম, ২৪ মে ২০১৯ ৪৮ বছরের গণেশ উল্টে দিলেন মোদি
  6. ০৫:২৩ পিএম, ২৪ মে ২০১৯ উত্তপ্ত পশ্চিমবঙ্গ : বাড়িতে ঢুকে নারীদের শ্লীলতাহানি, গুলি
  7. ০৩:২৫ পিএম, ২৪ মে ২০১৯ যে কারণে নিজ ঘাঁটিতে রাহুলের পরাজয়
  8. ০২:৫৬ পিএম, ২৪ মে ২০১৯ জরুরি বৈঠক ডেকেছেন মমতা
  9. ০২:০০ পিএম, ২৪ মে ২০১৯ পরিবারে ভোটার ৯ জন, ভোট পেলেন মাত্র ৫টি
  10. ১২:৩৮ পিএম, ২৪ মে ২০১৯ ৩০ মে শপথ নেবেন মোদি
  11. ১১:২৫ এএম, ২৪ মে ২০১৯ মোদির নেতৃত্বে দিল্লিতে মন্ত্রিসভার বৈঠক
  12. ১০:৩৮ এএম, ২৪ মে ২০১৯ মোদির হাতে হাত মিলিয়ে কাজ করতে চান কেজরিওয়াল
  13. ১০:১৩ এএম, ২৪ মে ২০১৯ পশ্চিমবঙ্গে বিজেপির রেকর্ড, মমতার জন্য অশনি সংকেত?
  14. ১০:০৯ এএম, ২৪ মে ২০১৯ মোদিকে বিশ্ব নেতাদের অভিনন্দন
  15. ০৯:০৮ এএম, ২৪ মে ২০১৯ ভারতে নির্বাচনের নাটকীয় প্রভাব শেয়ার বাজারে
  16. ০৮:৪৮ এএম, ২৪ মে ২০১৯ জোট না করার মাসুল দিচ্ছে কংগ্রেস?
  17. ০৫:০৮ এএম, ২৪ মে ২০১৯ বলিউড তারকাখ্যাতির পরও হেরে গেলেন ঊর্মিলা
  18. ০৩:৩১ এএম, ২৪ মে ২০১৯ কেরালায় এক আসনও পায়নি বিজেপি, সব কংগ্রেসের দখলে
  19. ০২:৩৮ এএম, ২৪ মে ২০১৯ বাম-মমতার পর এবার পশ্চিমবঙ্গ ‘হিন্দুত্ববাদী’ বিজেপির দখলে যাবে?
  20. ০১:৫২ এএম, ২৪ মে ২০১৯ হোটেলে বাসন মাজতেন রাহুলকে হারানো স্মৃতি ইরানি
  21. ১২:৫১ এএম, ২৪ মে ২০১৯ দিল্লিতে মোদির হয়ে ‌‘ছক্কা’ হাঁকালেন গম্ভীর
  22. ১১:৫০ পিএম, ২৩ মে ২০১৯ মোদিকে ‘বিশাল অভিনন্দন’ জানালেন ট্রাম্প
  23. ১১:১৩ পিএম, ২৩ মে ২০১৯ ইতিহাস গড়ে নেহেরু-ইন্দিরার পাশে মোদি
  24. ১০:৪৪ পিএম, ২৩ মে ২০১৯ নিজের আসনেও হেরে গেলেন রাহুল
  25. ০৯:৪১ পিএম, ২৩ মে ২০১৯ নরেন্দ্র মোদি এখন আর ‘চৌকিদার’ নন
  26. ০৯:০৯ পিএম, ২৩ মে ২০১৯ এই ফকিরের ঝোলা ভর্তি করে দিয়েছেন দেশবাসী : মোদি
  27. ০৮:৪৪ পিএম, ২৩ মে ২০১৯ রঙ বাড়ালো মোদির ক্ষুদে এই ভক্ত
  28. ০৮:০৮ পিএম, ২৩ মে ২০১৯ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের প্রস্তাব রাহুল গান্ধীর
  29. ০৭:৩৪ পিএম, ২৩ মে ২০১৯ ১০ মিনিটের সংবাদ সম্মেলনে হৃদয় ছুঁলেন রাহুল
  30. ০৬:৪৬ পিএম, ২৩ মে ২০১৯ হার মেনে নিলেন রাহুল, অভিনন্দন জানালেন মোদিকে
  31. ০৬:৩২ পিএম, ২৩ মে ২০১৯ মোদিকে শুভেচ্ছা জানিয়ে ইমরান বললেন, ‘উন্মুখ হয়ে আছি’
  32. ০৬:০৪ পিএম, ২৩ মে ২০১৯ ভারতে এমন শোচনীয় হার আগে দেখেনি বামরা
  33. ০৫:৩৭ পিএম, ২৩ মে ২০১৯ ফলাফল দেখে হার্ট অ্যাটাকে মারা গেলেন কংগ্রেস নেতা
  34. ০৪:৪৬ পিএম, ২৩ মে ২০১৯ ভালো করেছ বন্ধু : মোদিকে নেতানিয়াহু
  35. ০৩:৫৫ পিএম, ২৩ মে ২০১৯ মোদির জন্য সকাল থেকেই উপোস ছিলেন যশোদাবেন
  36. ০৩:৫২ পিএম, ২৩ মে ২০১৯ মোদি বললেন, আবারও ভারত জিতেছে
  37. ০৩:২২ পিএম, ২৩ মে ২০১৯ টানা ৩ বার পশ্চিমবঙ্গের ক্ষমতায় মমতা
  38. ০২:৫৯ পিএম, ২৩ মে ২০১৯ অভিনন্দন জানালেন মমতা
  39. ০২:৫১ পিএম, ২৩ মে ২০১৯ মোদির জয়ে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে নতুন প্রস্তাব পাকিস্তানের
  40. ০২:০৯ পিএম, ২৩ মে ২০১৯ নুসরাত-মিমির বাজিমাত
  41. ০২:০৭ পিএম, ২৩ মে ২০১৯ জয়ের উচ্ছ্বাসে নিজেকে সামলে রাখতে পারলেন না মোদির মা
  42. ০২:০৩ পিএম, ২৩ মে ২০১৯ ভোটের লড়াই শেষে মিষ্টির লড়াই
  43. ০১:৩৩ পিএম, ২৩ মে ২০১৯ পশ্চিমবঙ্গেও উত্থানের ইঙ্গিত বিজেপির
  44. ০১:২৪ পিএম, ২৩ মে ২০১৯ পৈতৃক আসনেও হারছেন রাহুল গান্ধী
  45. ১১:৩৪ এএম, ২৩ মে ২০১৯ ম্যাজিক ফিগারও টপকে গেল বিজেপি
  46. ১০:১৭ এএম, ২৩ মে ২০১৯ বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি
  47. ০৯:৪০ এএম, ২৩ মে ২০১৯ ভোট গণনা: কলকাতায় কড়া নিরাপত্তা
  48. ০৮:৪৯ এএম, ২৩ মে ২০১৯ মোদি না অন্য কেউ, অপেক্ষা আর কয়েক ঘণ্টা
  49. ০৯:০৭ পিএম, ২২ মে ২০১৯ জয়ের আগেই আগামী পাঁচ বছর কী করবেন জানালেন মোদি
  50. ০৫:০০ পিএম, ২২ মে ২০১৯ নেতাকর্মীদের চাঙ্গা থাকার বার্তা দিলেন রাহুল প্রিয়াঙ্কা
  51. ০৩:৩১ পিএম, ২২ মে ২০১৯ কখন জানা যাবে ভারতের নির্বাচনের চূড়ান্ত ফল?
  52. ০২:৩০ পিএম, ২২ মে ২০১৯ মোদিকে কেন আবার ক্ষমতায় চান না মানুষ?
  53. ০২:১৬ পিএম, ২২ মে ২০১৯ কলকাতায় মমতাকে ছাড়িয়ে গেলেন মোদি
  54. ০১:১৩ পিএম, ২২ মে ২০১৯ ভারতে রাতভর ইভিএম পাহারায় বিরোধীরা
  55. ০৪:২১ এএম, ২২ মে ২০১৯ ইভিএম কারচুপির আতঙ্কে বিরোধী দলগুলো, কড়া নজরদারি
  56. ০৭:৫৬ পিএম, ২১ মে ২০১৯ ভারতে ইভিএম কারচুপি, প্রণব মুখার্জির উদ্বেগ
  57. ০৪:১৫ পিএম, ২১ মে ২০১৯ ভোটে কারচুপির অভিযোগ : দিল্লিতে বৈঠকে বসেছে ২১টি দল
  58. ০৬:২৭ পিএম, ২০ মে ২০১৯ কংগ্রেসের ‘মৃত্যু’ ঘোষণা করলো স্বরাজ ইন্ডিয়া
  59. ০৫:০৩ পিএম, ২০ মে ২০১৯ মোদির কাছে নির্বাচন কমিশন আত্মসমর্পণ করেছে : রাহুল
  60. ০৩:৩২ পিএম, ২০ মে ২০১৯ ক্ষমতায় আসার প্রস্তুতি নিচ্ছে বিজেপি, সঙ্গীদের সঙ্গে বৈঠক
  61. ০৩:৩১ পিএম, ২০ মে ২০১৯ জরিপের ফল আসতেই থমকে গেল বিরোধীদের মহাজোট গঠন?
  62. ০৩:২০ পিএম, ২০ মে ২০১৯ ভারত : একবার ছাড়া সব বুথ ফেরত জরিপই ছিল ভুল
  63. ০২:০০ পিএম, ২০ মে ২০১৯ ভারতের নির্বাচনী ফলে ২০০৪ সালের পুনরাবৃত্তি ঘটবে কি?
  64. ১২:৫৬ পিএম, ২০ মে ২০১৯ বৃহৎ ৩ রাজ্যের আভাসে তারতম্য, পাল্টে যেতে পারে হিসাব
  65. ০৯:৩০ এএম, ২০ মে ২০১৯ বুথ ফেরত জরিপ : বিজেপির জয়ের সম্ভাবনা উড়িয়ে দিলেন মমতা
  66. ১০:০৬ পিএম, ১৯ মে ২০১৯ গেরুয়া ঝড়ে মোদির ঝুলিতে কত আসন?
  67. ০৯:২৬ পিএম, ১৯ মে ২০১৯ বুথ ফেরত জরিপ : পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে মমতার তৃণমূল
  68. ০৭:৩৪ পিএম, ১৯ মে ২০১৯ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসছেন মোদি
  69. ০৬:১৩ পিএম, ১৯ মে ২০১৯ বিশেষ টয়লেট নিয়ে গুহায় যান মোদি
  70. ০৫:১১ পিএম, ১৯ মে ২০১৯ কার দখলে যাচ্ছে দিল্লি? মোদি নাকি রাহুল? জানাচ্ছে বুথ ফেরত জরিপ
  71. ০৩:২৬ পিএম, ১৯ মে ২০১৯ বিজেপি বিরোধী জোট গঠনে ফের রাহুল-নাইডু বৈঠক
  72. ১০:২৮ এএম, ১৯ মে ২০১৯ রাহুল-মমতার ফোনালাপ, মহাজোটের ইঙ্গিত
  73. ০৯:২৮ এএম, ১৯ মে ২০১৯ মন্দিরের গুহায় ধ্যানে বসেছেন মোদি
  74. ০৯:০২ এএম, ১৯ মে ২০১৯ গুলি-বোমা-অগ্নিকাণ্ডের পর কলকাতায় ভোট হচ্ছে
  75. ০৮:৩৪ এএম, ১৯ মে ২০১৯ ভারতে শেষ দফার ভোটে মোদির ভাগ্য নির্ধারণ আজ
  76. ১০:০১ পিএম, ১৮ মে ২০১৯ নিরপেক্ষতা নিয়ে ইসিকে মমতার কড়া চিঠি
  77. ০৫:১০ পিএম, ১৮ মে ২০১৯ মোদিকে ঠেকাতে একাট্টা বিরোধীরা, মহাজোট গঠনে তুমুল দৌড়ঝাঁপ
  78. ০৪:৪১ পিএম, ১৮ মে ২০১৯ অভিনেতা কমল হাসানকে জুতা-পাথর-ডিম নিক্ষেপ
  79. ০৩:১০ পিএম, ১৮ মে ২০১৯ ‘শরীরী ভাষাই বলছে হার মেনে নিয়েছেন মোদি’
  80. ১০:০৩ এএম, ১৮ মে ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির ইঙ্গিত!
  81. ০৯:১৯ এএম, ১৮ মে ২০১৯ বোরকা পরা ভোটারদের তল্লাশি করার দাবি বিজেপির
  82. ০৪:৪১ পিএম, ১৭ মে ২০১৯ পশ্চিমবঙ্গ মমতার ব্যক্তিগত সম্পত্তি নয় : মোদি
  83. ০৮:৪৮ পিএম, ১৬ মে ২০১৯ গান্ধীর হত্যাকারী নাথুরাম একজন দেশপ্রেমিক : বিজেপির নেত্রী
  84. ০৭:৫৪ পিএম, ১৬ মে ২০১৯ ‘হেরে গেছেন মোদি’
  85. ০৫:৪৭ পিএম, ১৬ মে ২০১৯ খুনের শঙ্কায় মমতা
  86. ০১:০৭ পিএম, ১৬ মে ২০১৯ ফের মোদি এলে ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মুসলিমরা
  87. ১০:৩১ এএম, ১৬ মে ২০১৯ পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব-গোয়েন্দা প্রধানকে সরিয়ে দেয়ার নির্দেশ
  88. ০১:২০ পিএম, ১৫ মে ২০১৯ অমিত শাহকে কান ধরে উঠবোস করাতে চান মমতা
  89. ১১:১১ এএম, ১৫ মে ২০১৯ মমতার টুইটারের প্রোফাইলে বিদ্যাসাগরের ছবি
  90. ১০:১৬ এএম, ১৫ মে ২০১৯ ‘কমল হাসানের জিভ ছিড়ে নেওয়া উচিত’
  91. ০১:১৪ পিএম, ১৪ মে ২০১৯ দেশের সবচেয়ে বড় বিপদ প্রধানমন্ত্রী মোদি : মমতা
  92. ১০:০৩ এএম, ১৪ মে ২০১৯ ৭ম দফার প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আয় অভিষেকের
  93. ০৪:৩৯ পিএম, ১৩ মে ২০১৯ মোদির অদ্ভূত দাবিতে হাসির বন্যা ভারতে
  94. ০৩:২৭ পিএম, ১৩ মে ২০১৯ ‘স্বাধীন ভারতের প্রথম চরমপন্থী ছিলেন একজন হিন্দু’
  95. ০১:৫৯ পিএম, ১৩ মে ২০১৯ অমিত শাহকে সভার অনুমতি দিলেন না মমতা
  96. ০৮:১৮ পিএম, ১২ মে ২০১৯ ‘জিন্নাহ প্রধানমন্ত্রী হলে দেশভাগ হতো না’
  97. ০১:৩৪ পিএম, ১২ মে ২০১৯ ধর্মের নামে ভারত ভাগের আশঙ্কা নায়ক প্রসেনজিতের!
  98. ০৮:৩২ পিএম, ১১ মে ২০১৯ হেলিকপ্টার সারাতে পাইলটকে সাহায্য করলেন রাহুল, ভাইরাল ভিডিও
  99. ০৫:১৪ পিএম, ১১ মে ২০১৯ মমতাকে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার হুমকি বিজেপির
  100. ০১:৩৮ পিএম, ১১ মে ২০১৯ মমতাকে ‘মোদি ট্যাবলেট’ খাওয়ার পরামর্শ
  101. ০৯:২৪ এএম, ১১ মে ২০১৯ ‘টাকা দিয়ে ভোট কিনছে বিজেপি’
  102. ০৪:০৫ পিএম, ০৯ মে ২০১৯ মমতা দিদির থাপ্পড় আমার জন্য আশীর্বাদ : মোদি
  103. ১০:০৭ পিএম, ০৮ মে ২০১৯ আদালতের কাছে ক্ষমা চাইলেন রাহুল
  104. ০৯:০৩ পিএম, ০৮ মে ২০১৯ কবির সুমনকে আপত্তিকর বার্তা দিলেন বাবুল সুপ্রিয়
  105. ০৬:১২ পিএম, ০৮ মে ২০১৯ মোদিকে ভারত ছাড়া করার হুমকি দিলেন মমতা?
  106. ০৯:৪৮ পিএম, ০৭ মে ২০১৯ মোদি অহংকারী, দেশ তাকে ক্ষমা করবে না : প্রিয়াঙ্কা
  107. ১২:৪৫ পিএম, ০৭ মে ২০১৯ হারের শঙ্কায় বিজেপি
  108. ১০:৫১ এএম, ০৬ মে ২০১৯ কাশ্মীরে ভোট কেন্দ্রে গ্রেনেড হামলা
  109. ০৯:২১ এএম, ০৬ মে ২০১৯ ভারতের ভোটে মা-ছেলের ভাগ্য নির্ধারণ আজ
  110. ০৪:০০ পিএম, ০৫ মে ২০১৯ তৃণমূলে যোগ দিল বিজেপির শতাধিক নেতা-কর্মী
  111. ১০:১৮ পিএম, ০১ মে ২০১৯ বিজেপি জিতলে ভারতে বিভাজন আরও বাড়বে
  112. ১০:৩৬ এএম, ০১ মে ২০১৯ মোদি একজনকে নিলে একলক্ষ নেতা তৈরি করবো : মমতা
  113. ১০:৩৭ এএম, ৩০ এপ্রিল ২০১৯ দিদির মাটির রসগোল্লার অপেক্ষায় মোদি
  114. ০৯:৫৪ এএম, ৩০ এপ্রিল ২০১৯ তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
  115. ১০:১২ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ মোদি-রাহুল-অমিতের বিরুদ্ধে অভিযোগ, শুনানি কাল
  116. ০৮:০৭ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ ভারতের ভোট কেন্দ্রে ঘুমাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী
  117. ০৬:০৯ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ মমতার ৪০ এমপির ‘বিজেপিতে’ যোগ দেয়ার খবর দিলেন মোদি
  118. ০৩:১৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ বিয়ে করেই ভোট দিতে গেলেন নবদম্পতি
  119. ১০:২৭ এএম, ২৯ এপ্রিল ২০১৯ প্রচারণায় বেরিয়ে আগুন নেভালেন স্মৃতি ইরানি
  120. ০৮:৪৩ এএম, ২৯ এপ্রিল ২০১৯ আজ ৯ রাজ্যের ৭২ আসনে ভোট
  121. ০৭:০৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ দিনে ১৮ ঘণ্টা কাজ করেন মোদি : অমিত শাহ
  122. ০৩:৫৪ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়ে মোদির সম্পদ বেড়েছে ৫২ শতাংশ
  123. ০৩:০৪ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ প্রথম তিন দফার ভোটে বিজেপির ভরাডুবির আভাস
  124. ০৯:৪৭ এএম, ২৮ এপ্রিল ২০১৯ ভারতে চতুর্থ দফার ভোটে নিরাপত্তা বাড়াচ্ছে নির্বাচন কমিশন
  125. ১২:২৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ মোদিকে রসগোল্লা পাঠাবেন মমতা
  126. ১০:১৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ দুটি ভোটার পরিচয়পত্র থাকায় গম্ভীরের বিরুদ্ধে মামলা
  127. ০৯:১২ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ একজন হিন্দু কখনো জঙ্গি হতে পারে না : অমিত শাহ
  128. ০৮:১২ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ কেন মায়ের সঙ্গে থাকেন না, জানালেন মোদি
  129. ১১:০৯ এএম, ২৪ এপ্রিল ২০১৯ কংগ্রেসের নির্বাচনী প্রচারে নেমে মামলার মুখে ভারতীয় কুস্তিগীর
  130. ১১:১৮ এএম, ২৩ এপ্রিল ২০১৯ ভারতে আজ অমিত-রাহুলের ভাগ্য নির্ধারণ
  131. ০৮:৫২ এএম, ২৩ এপ্রিল ২০১৯ তৃতীয় দফার ভোট হচ্ছে ভারতে
  132. ০৯:১৬ পিএম, ২২ এপ্রিল ২০১৯ শ্রীলঙ্কায় হামলাকে যুক্তি দেখিয়ে ভোট চাইলেন মোদি!
  133. ১০:৪৪ এএম, ২১ এপ্রিল ২০১৯ ভারতে ভোটে জিতলে মদের দাম অর্ধেক করার প্রতিশ্রুতি
  134. ০৯:০৩ এএম, ২১ এপ্রিল ২০১৯ পরাজয়ের আতঙ্কে ভুল বকছেন মোদি : মমতা
  135. ০৩:১০ পিএম, ২০ এপ্রিল ২০১৯ ফেরদৌসের সমালোচনা করে মোদি যা বললেন
  136. ১১:০৬ এএম, ২০ এপ্রিল ২০১৯ সিনেমার আদলে নির্বাচনী পোস্টার বানাচ্ছে বিজেপি
  137. ১০:৩৯ এএম, ২০ এপ্রিল ২০১৯ ‘মুসলিমদের ধ্বংস করতে হলে বিজেপিকে ভোট দিন’
  138. ০৩:০৪ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শিব সেনায় যোগ দিচ্ছেন কংগ্রেস মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী
  139. ০২:৩৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ জনসভায় হার্দিক প্যাটেলকে থাপ্পড়, অভিনেত্রী লকেটের বাড়িতে হামলা
  140. ১০:০৩ এএম, ১৯ এপ্রিল ২০১৯ বিয়ের পোশাকে ভোট দিলেন নব দম্পতি
  141. ১০:০০ এএম, ১৯ এপ্রিল ২০১৯ ভুলে বিজেপিকে ভোট, অনুতাপে নিজের আঙুল কাটলেন ভোটার
  142. ০৯:০০ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ ‘মোদির জয় ঠেকাতে কোটি কোটি টাকা ঢালছেন মুসলিমরা’
  143. ০৫:২৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ ফেরদৌসের পর ফাঁসলেন রাজা রাজচন্দ্র, ভারত ছাড়ার নির্দেশ
  144. ১২:৪৫ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ মোদির হেলিকপ্টারে তল্লাশি করে নির্বাচনী পর্যবেক্ষক বরখাস্ত
  145. ১২:১৬ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে ধনী প্রার্থী তিনি
  146. ০৮:৪৪ এএম, ১৮ এপ্রিল ২০১৯ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আজ
  147. ১০:১৬ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ কংগ্রেস গুন্ডাদের মনোনয়ন দেয়ায় ক্ষেপেছেন প্রিয়াঙ্কা
  148. ০৫:৪৭ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ ‘প্রথম দফার নির্বাচনে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত পেয়েছে বিজেপি’
  149. ০৪:০৬ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ ভোট দিলেই অর্ধেক ছাড়ে মদ, নারীদের বিনামূল্যে সোনা
  150. ০২:৫২ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ ফেরদৌসে জ্বলছে পশ্চিমবঙ্গ, এবার বিজেপির নতুন অভিযোগ
  151. ১২:২১ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ ফেরদৌসের সঙ্গে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ বিজেপির
  152. ১২:১৩ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বিজেপি টাকা দিলে ছবি তুলে রাখুন : মমতা
  153. ০৯:১০ এএম, ১৭ এপ্রিল ২০১৯ পাহাড়ের ৮৭৪ বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত
  154. ০৯:৫২ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মুসলিমরা জোট বাঁধলে ভারত ছেড়ে পালাবে বিজেপি : সিধু
  155. ০৯:০০ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ ফেরদৌসকে ব্ল্যাক লিস্টে ফেলল ভারত
  156. ০৮:২৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ ফেরদৌসকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ
  157. ০৫:৩৫ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ গ্রেফতার হতে পারেন নায়ক ফেরদৌস!
  158. ১২:২৪ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ পুরনো রিকশায় চড়ে প্রচারণায় মিমি
  159. ০৫:০৬ পিএম, ১৫ এপ্রিল ২০১৯ রাহুলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নোটিশ
  160. ০৩:৩৯ পিএম, ১৪ এপ্রিল ২০১৯ অটল বিজেপি, কাউকে ভয় পায় না : মোদি
  161. ০৯:১৭ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ মুসলিম অভিবাসীদের বঙ্গোপসাগরে ফেলে দেয়া হবে : অমিত শাহ
  162. ০১:৫১ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ ভোট না দিলে ‘অভিশাপ’ দেয়ার হুমকি বিজেপি প্রার্থীর
  163. ১০:৫৭ এএম, ১৩ এপ্রিল ২০১৯ পশ্চিমবঙ্গে ৩ শতাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির
  164. ০৬:২২ পিএম, ১২ এপ্রিল ২০১৯ ৫৪৩ আসনের ১০০ আসনও পাবে না বিজেপি : মমতা
  165. ০৩:৫০ পিএম, ১২ এপ্রিল ২০১৯ প্রচারে গিয়ে সমালোচনায় মিমি
  166. ০৫:৩০ পিএম, ১১ এপ্রিল ২০১৯ পোলিং কর্মকর্তার সঙ্গে বিতণ্ডা, আছড়ে ইভিএম ভাঙলেন প্রার্থী
  167. ০৪:০৩ পিএম, ১১ এপ্রিল ২০১৯ উত্তরপ্রদেশে সাতবার স্নাইপারের টার্গেট রাহুল, গুপ্তহত্যার শঙ্কা
  168. ০৩:৪৫ পিএম, ১১ এপ্রিল ২০১৯ সেনার পোশাক-টুপিতে ভোটকেন্দ্রে রাজ্য পুলিশ
  169. ০২:৩৬ পিএম, ১১ এপ্রিল ২০১৯ মহারাষ্ট্রে মাওবাদীদের বিস্ফোরণ
  170. ০১:৪৬ পিএম, ১১ এপ্রিল ২০১৯ ভারতে নির্বাচন : খাবার-টাকা বিতরণ ইভিএম ভাঙচুর সংঘর্ষ
  171. ০১:২৪ পিএম, ১১ এপ্রিল ২০১৯ ত্রিপুরায় কংগ্রেস-বিজেপি সংঘর্ষে আশঙ্কাজনক ৮
  172. ১২:২৮ পিএম, ১১ এপ্রিল ২০১৯ পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল সংঘর্ষ
  173. ১১:১৯ এএম, ১১ এপ্রিল ২০১৯ লোকসভা নির্বাচন : মোদির ব্যর্থতা, রাহুলের প্রতিশ্রুতি
  174. ১০:২৩ এএম, ১১ এপ্রিল ২০১৯ কাশ্মীরে সড়ক বন্ধ করে ভোট নেয়া হচ্ছে
  175. ০৯:০৩ এএম, ১১ এপ্রিল ২০১৯ ভারতে ভোট শুরু
  176. ০৮:৫৭ পিএম, ১০ এপ্রিল ২০১৯ কংগ্রেস বিজেপির সঙ্গে জোট করেনি, মমতা করেছেন : রাহুল গান্ধী
  177. ০৬:২৩ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বিজেপিকে ভোট না দেয়ার আহ্বান জানিয়ে কৃষকের আত্মহত্যা
  178. ০৬:০২ পিএম, ১০ এপ্রিল ২০১৯ মোদিকে নিয়ে নির্মিত ছবির মুক্তি বাতিল করলো নির্বাচন কমিশন
  179. ০৫:২৬ পিএম, ১০ এপ্রিল ২০১৯ মাঝ আকাশে পথ হারালো মমতার হেলিকপ্টার
  180. ০৪:৫২ পিএম, ১০ এপ্রিল ২০১৯ কট্টর জাতীয়তাবাদের খোলসে জয়ের স্বপ্ন দেখা মোদি সফল হবেন?
  181. ০৪:১৫ পিএম, ১০ এপ্রিল ২০১৯ প্রথম দফায় ভোট হচ্ছে যেসব রাজ্যে
  182. ১১:৪১ এএম, ১০ এপ্রিল ২০১৯ মোদি নাকি রাহুল, কে আসছে ভারতের ক্ষমতায়?
  183. ১০:৪৩ এএম, ১০ এপ্রিল ২০১৯ মোদিকেই ফের ক্ষমতায় দেখতে চান পাক প্রধানমন্ত্রী ইমরান
  184. ০৮:৫৯ এএম, ১০ এপ্রিল ২০১৯ হিটলার থাকলে গলায় দড়ি দিতেন : মোদিকে কটাক্ষ মমতার
  185. ০৭:২৭ পিএম, ০৯ এপ্রিল ২০১৯ বিজেপির নির্বাচনী প্রচারণায় মাওবাদী হামলায় নিহত ৫
  186. ০৬:৫৪ পিএম, ০৯ এপ্রিল ২০১৯ ভারতে যেভাবে সম্পন্ন হবে ৯০ কোটি ভোটারের নির্বাচন
  187. ০৫:৪১ পিএম, ০৯ এপ্রিল ২০১৯ বিজেপির ইশতেহারে নেই চাকরির প্রতিশ্রুতি
  188. ০৩:০৯ পিএম, ০৯ এপ্রিল ২০১৯ বিজেপির ইশতেহার ‘এক বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর’: রাহুল
  189. ০৯:০৭ পিএম, ০৮ এপ্রিল ২০১৯ টক শোতে বিজেপি নেতার গায়ে পানির গ্লাস ছুড়লেন কংগ্রেস নেতা (ভিডিও)
  190. ০৭:৫১ পিএম, ০৮ এপ্রিল ২০১৯ হোয়াটসঅ্যাপে ভুয়া সংবাদ ছড়াচ্ছে বিজেপি-কংগ্রেস
  191. ০৬:৩৯ পিএম, ০৮ এপ্রিল ২০১৯ কাশ্মীরি বিশেষ অধিকার আইন বাতিলের অঙ্গীকার মোদির
  192. ০৪:৪৯ পিএম, ০৮ এপ্রিল ২০১৯ ৩২ বার হেরেও ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী তিনি!
  193. ০৪:১২ পিএম, ০৮ এপ্রিল ২০১৯ পাকিস্তানে হামলার দাবি হাস্যকর : ভারত
  194. ০১:৪৬ পিএম, ০৮ এপ্রিল ২০১৯ জাতীয়তাবাদের সুর বিজেপির ইশতেহারে, প্রতিশ্রুতির ফুলঝুড়ি
  195. ০৮:৩৭ পিএম, ০৭ এপ্রিল ২০১৯ ভারতে মুসলিম লীগের পতাকা নিয়ে বিতর্ক
  196. ০৩:২৪ পিএম, ০৭ এপ্রিল ২০১৯ বিজেপির ‘থিম সং’ নিষিদ্ধ করেছে ভারতের নির্বাচন কমিশন
  197. ০২:২৫ পিএম, ০৭ এপ্রিল ২০১৯ ভারতে নির্বাচনী প্রচারণায় বিরিয়ানির ভাগ-বাটোয়ারা নিয়ে সংঘর্ষ
  198. ০১:৫০ পিএম, ০৭ এপ্রিল ২০১৯ গরিবদের এবার ডেবিট কার্ডের স্বপ্ন দেখালেন মোদি
  199. ০১:১৩ পিএম, ০৭ এপ্রিল ২০১৯ উন্নয়নের স্পিড ব্রেকার দিদি : মোদি
  200. ০৯:১৭ এএম, ০৭ এপ্রিল ২০১৯ তৃণমূলের নেতৃত্বেই হবে কেন্দ্র সরকার: মমতা
  201. ০৮:২৪ পিএম, ০৬ এপ্রিল ২০১৯ জনসভায় মোদি বললেন, ‘আমরা চৌকিদার’, জবাব এল ‘চোর হ্যায়’
  202. ০৮:০৫ পিএম, ০৬ এপ্রিল ২০১৯ যুদ্ধের আবহ তৈরি করে ভোটে জয়ের চেষ্টা করছেন মোদি
  203. ০২:২৬ পিএম, ০৬ এপ্রিল ২০১৯ বিজেপির বিরুদ্ধে ভোট দিন, আহ্বান শঙ্খ-নাসিরুদ্দিনদের
  204. ১১:২৬ এএম, ০৬ এপ্রিল ২০১৯ দিল্লিতে বিজেপি ঠেকাতে কংগ্রেস-আম আদমি পার্টির জোট
  205. ১০:১২ এএম, ০৬ এপ্রিল ২০১৯ আমার বিয়ে হয়েছে কাজের সঙ্গে : রাহুল গান্ধী
  206. ০৬:২৬ পিএম, ০৫ এপ্রিল ২০১৯ কংগ্রেস ‘মুসলিম লীগ ভাইরাসে’ আক্রান্ত : যোগী আদিত্যনাথ
  207. ১২:০৬ পিএম, ০৫ এপ্রিল ২০১৯ মোদিকে টক্কর প্রিয়াঙ্কার
  208. ১১:০৯ এএম, ০৫ এপ্রিল ২০১৯ ভোটের প্রচারণায় গিয়ে ফুটবল খেললেন মিমি
  209. ০৮:৪৭ এএম, ০৫ এপ্রিল ২০১৯ বাংলা এবার দিল্লি গড়বে
  210. ০৪:১৭ পিএম, ০৪ এপ্রিল ২০১৯ মোদির তিন গুণ; লুট-দাঙ্গা-মানুষ খুন : মমতা
  211. ০১:৫৪ পিএম, ০৪ এপ্রিল ২০১৯ গুগলে বিজ্ঞাপনে এগিয়ে বিজেপি, পিছিয়ে কংগ্রেস
  212. ০১:১৬ পিএম, ০৪ এপ্রিল ২০১৯ মোদি-মমতার জনসভায় উপচে পড়া ভিড়
  213. ০৯:৫৭ এএম, ০৪ এপ্রিল ২০১৯ অরুণাচলে মুখ্যমন্ত্রীর কনভয় থেকে ২ কোটি টাকা উদ্ধার
  214. ০৭:০৯ পিএম, ০৩ এপ্রিল ২০১৯ বাংলায় পাল্লা দিয়ে লাভ নেই আগে দিল্লি সামলান : মোদিকে মমতা
  215. ০২:১১ পিএম, ০৩ এপ্রিল ২০১৯ ৫৩ লাখ টাকায় মোদির ট্রেন ভাড়া, ভরলো না একটি কামরাও
  216. ০১:৩৬ পিএম, ০৩ এপ্রিল ২০১৯ টুইটে বাংলায় কী বললেন মোদি?
  217. ০৬:৩৩ পিএম, ০২ এপ্রিল ২০১৯ ‘কংগ্রেসের ইশতেহার বিপজ্জনক, টুকরো টুকরো হবে ভারত’
  218. ০৫:০৮ পিএম, ০২ এপ্রিল ২০১৯ ইশতেহার প্রকাশের কয়েক মিনিটেই কংগ্রেসের ওয়েবসাইট ক্র্যাশ
  219. ০৪:৩২ পিএম, ০২ এপ্রিল ২০১৯ মোদিকে রাহুল গান্ধীর চ্যালেঞ্জ
  220. ০৩:৩৯ পিএম, ০২ এপ্রিল ২০১৯ রাহুল গান্ধী হিন্দু নন, দাবি বিজেপির
  221. ০২:১৩ পিএম, ০২ এপ্রিল ২০১৯ কংগ্রেসের ইশতেহারে প্রতিশ্রুতির ফুলঝুড়ি
  222. ০২:০৬ পিএম, ০২ এপ্রিল ২০১৯ মুসলিমবিরোধী সুর চড়াচ্ছেন বিজেপি নেতারা
  223. ১২:২১ পিএম, ০২ এপ্রিল ২০১৯ মুসলিম ভোটারদের কষ্ট ভাগ করে নিতে রোজা রাখবেন মিমি
  224. ০৯:৪৭ পিএম, ০১ এপ্রিল ২০১৯ মমতা বন্দোপাধ্যায় আমার মা, চুপচাপ ভোট দেবেন : মিমি চক্রবর্তী
  225. ০৯:২০ পিএম, ০১ এপ্রিল ২০১৯ ভারতীয় সেনাবাহিনীকে ‘মোদির সেনা’ বলে বিতর্কে যোগী
  226. ০৭:৩৮ পিএম, ০১ এপ্রিল ২০১৯ কংগ্রেসের আইটি সেল তছনছ করে দিলো ফেসবুক

আরও পড়ুন