হোয়াটসঅ্যাপে ভুয়া সংবাদ ছড়াচ্ছে বিজেপি-কংগ্রেস
হোয়াটসঅ্যাপ ভারতের সবচেয়ে জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম। কিন্তু সম্প্রতি হোয়াটসঅ্যাপের প্রবল সমালোচনা হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে নানা ধরনের মিথ্যে তথ্য ছড়ানো এবং অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠছে।
হোয়াটসঅ্যাপের মালিক ফেসবুক কর্তৃপক্ষ বলছে, তারা এসব বন্ধ করতে পদক্ষেপ নিচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এটা বলা যতটা সহজ, করা ততটা সহজ হবে না।
চলতি বছরের মার্চের শুরুতে ভারতে দেশপ্রেমের বন্যা বয়ে যায়। পাকিস্তানের ভূখণ্ডের ভেতরে ঢুকে ভারতের বিমান হামলা চালানোর দাবি করে ভারতের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে নানা ধরনের ছবি শেয়ার করা হয়।
ভারত সরকার দাবি করে যে ২৬শে ফেব্রুয়ারি বিমানবাহিনীর সেই হামলায় ‘বিপুল সংখ্যক জঙ্গি’ নিহত হয়। কিন্তু পাকিস্তান সরকার বলে যে এরকম কোন প্রাণহানির ঘটনা ঘটে নি।
বিবিসি অনুসন্ধান করে জানতে পারে যে, বিধ্বস্ত জঙ্গি আস্তানা কিংবা নিহত জঙ্গিদের যে ছবি শেয়ার করা হয়েছে সেগুলো সবই পুরনো ছবি। ভুয়া শিরোনাম দিয়ে এগুলো চালিয়ে দেয়া হয়েছে।
একটি ছবিতে দেখা যাচ্ছে তিনটি মরদেহ ঘিরে একদল মুসলমান নারী-পুরুষ দাঁড়িয়ে রয়েছেন। দাবি করা হয়েছে, এটা ভারতীয় হামলায় নিহত জঙ্গিদের ছবি। প্রকৃতপক্ষে ছবিটি ২০১৪ সালে পাকিস্তানের আত্মঘাতী বোমা হামলায় নিহতদের ছবি।
এ ছাড়াও অনেক ছবি শেয়ার করা হয়েছে যেখানে বিধ্বস্ত বাড়িঘর, ধ্বংসস্তূপ আর নিহত মানুষের ছবি দেখিয়ে বলা হয়েছে এসবই ভারতীয় হামলার ফল। কিন্তু ছবিগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বেশিরভাগ ছবি ২০০৫ সালের পাকিস্তান শাসিত কাশ্মীরের ভূমিকম্পে ধ্বংসযজ্ঞের।
বিশ্বের নানা দেশে নির্বাচনকে কেন্দ্র করে যেসব ভুয়া সংবাদ, মিথ্যা তথ্য, বানোয়াট ছবি আর ভিডিও প্রচার হয় হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক সেগুলো ঠেকাতে হিমশিম খাচ্ছে।
আরও পড়ুন>> কাশ্মীরি বিশেষ অধিকার আইন বাতিলের অঙ্গীকার মোদির
সেই বিবেচনায় ভারতের আসন্ন নির্বাচনকে দেখা হচ্ছে একটা বড় পরীক্ষা হিসেবে। গত নির্বাচন অর্থাৎ ২০১৪ সালের পর থেকে ভারতে ইন্টারনেট ব্যবহার বেড়েছে কয়েকগুণ।
ভোটের আগে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ফেসবুক শত শত অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ নতুন একটি পরিষেবা চালু করেছে যার মধ্য দিয়ে তথ্য যাচাই করা সম্ভব। একই সাথে এই প্ল্যাটফর্মে মিথ্যে তথ্য কিভাবে ছড়ানো হচ্ছে তারা সেটিও খতিয়ে দেখবে।
সমস্যা কতখানি প্রকট?
ফেসবুকের জন্য ভারত একটা বিশেষ সমস্যা। এটা হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার। প্রায় ২০ কোটি ভারতীয় এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে ভারতীয়রা অনেক বেশি কন্টেন্ট শেয়ার করেন।
গত বছর বিবিসির এক গবেষণায় দেখা গেছ, ভারতে ‘ফেক নিউজ’ বা ভুয়া সংবাদ ছড়ানোর পেছনে একটা প্রধান কারণ হচ্ছে জাতীয়তাবাদী ধারার পুনরুত্থান। জরিপে যারা অংশ নিয়েছিলেন তারা জানান, বন্ধু বা আত্মীয়স্বজনের কাছ থেকে পাওয়া হোয়াটসঅ্যাপ মেসেজের ওপর তারা বিশ্বাস রাখেন। কোন বাছবিচার না করেই সেগুলো তারা অন্যদের সাথে শেয়ারও করেন।
প্রশান্ত কে রায় একজন প্রযুক্তি বিষয়ক লেখক। তিনি দিল্লিতে যে স্কুলে পড়াশুনা করেছেন সেই স্কুলের একশোরও বেশি বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত। হিন্দুপ্রধান হলেও এই গ্রুপে মুসলমান এবং খ্রিস্টান সদস্যও রয়েছেন।
আরও পড়ুন>> ৩২ বার হেরেও ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী তিনি!
তিনি বলছিলেন, ‘গত কয়েক বছর ধরে একটা মেরুকরণ লক্ষ্য করছি। গ্রুপের কিছু সদস্য অযথাই ভুয়া সংবাদ ছড়িয়ে যাচ্ছিল। আমরা সত্যতা যাচাই করে তাদের এ ধরনের পোস্ট শেয়ার করতে বারণ করি। কিন্তু তারা কথা শোনেনি। পরে তাদের গ্রুপ সদস্যপদ স্থগিত করা হয়। এ নিয়ে একটা উত্তেজনা এখনও আছে।’
অনেক ভারতীয় প্রথমবারের মতো ইন্টারনেটের স্বাদ গ্রহণ করেন তাদের স্মার্টফোনের মাধ্যমে। রয়টার্স ইন্সটিটিউট ভারতে ইংরেজি ভাষায় ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর সম্প্রতি একটি জরিপ চালিয়েছে। জরিপে দেখা গেছে, উত্তরদাতাদের মধ্যে ৫২% জানিয়েছেন দিনের খবর তারা পান হোয়াটসঅ্যাপের মাধ্যমে। একই সংখ্যক উত্তরদাতা জানান তারা ফেসবুক থেকেও খবর পেয়ে থাকেন।
কিন্তু ভারতে হোয়াটসঅ্যাপে যে ধরনের কন্টেন্ট শেয়ার করা হচ্ছে তার জেরে নিরীহ মানুষের প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। বিবিসি ঘটনার বিশ্লেষণে জানাচ্ছে, ২০১৭ এবং ২০১৮ সালে হোয়াটসঅ্যাপ এবং অন্য সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবের ফলে উত্তেজিত জনতার হাতে অন্তত ৩১ ব্যক্তি খুন হয়েছে।
নির্বাচনের আগে ঠিক কী ঘটছে?
ভারতের ৯০ কোটি ভোটারদের মন জয় করতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধীদল কংগ্রেস উভয়েই হোয়াটসঅ্যাপের শক্তিকে কাজে লাগাচ্ছে।
হিন্দুস্তান টাইমস পত্রিকা খবর দিচ্ছে, প্রচারাভিযান শুরু হওয়ার আগে বিজেপি ৯ লাখ মানুষ নিয়োগ করেছে। যাদের দায়িত্ব হচ্ছে হোয়াটসঅ্যাপে প্রচারপত্রগুলোকে স্থানীয়ভাবে ছড়িয়ে দেয়া।
আরও পড়ুন>> জাতীয়তাবাদের সুর বিজেপির ইশতেহারে, প্রতিশ্রুতির ফুলঝুড়ি
অন্যদিকে, নেহেরু পরিবারের নেতৃত্বাধীন কংগ্রেসের নির্বাচনী ফোকাস হচ্ছে ফেসবুক। তারা প্রচারের কন্টেন্ট আপলোড করছে ফেসবুকে আর সেগুলো ছড়িয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
কিন্তু এই দুটি দলের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে যে নির্বাচনকে ঘিরে তারা মিথ্যে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এপ্রিলের প্রথম দিন থেকেই ফেসবুক কংগ্রেস সশ্লিষ্টং ৬৮৭টি ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। অভিযোগ, এসব অ্যাকাউন্ট থেকে একযোগে ভুয়া তৎপরতা চালানো হচ্ছিল।
তাছাড়াও খবর পাওয়া যাচ্ছে বিজেপিপন্থী ২০০টি ফেসবুক পেজও বন্ধ করে দেয়া হয়েছে একই অভিযোগে। তবে ফেসবুক কর্তৃপক্ষ এই খবর স্বীকার করেনি।
শিভাম শঙ্কর সিং একজন তথ্য বিশ্লেষক। তিনি ২০১৭ ও ২০১৮ সালে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিজেপির হয়ে কাজ করেছেন। তিনি জানান, বিজেপি ২০১৬ সাল থেকেই ব্যাপক সংখ্যায় হোয়াটসঅ্যাপ গ্রুপ গড়ে তুলতে থাকে।
ভোটার তালিকার সঙ্গে থাকা ভোটারের মোবাইল নাম্বার যুক্ত করে ধর্ম ও বর্ণ ব্যবস্থার ভিত্তিতে তারা ছোট ছোট হোয়াটসঅ্যাপ গ্রুপ গড়ে তোলে। তিনি এখন বিহারে বিজেপির বিরোধী দলগুলোর সঙ্গে কাজ করছেন। তিনি বলেন, শুধু উত্তর প্রদেশেই ২০ হাজার বিজেপিপন্থী হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে।
তবে হোয়াটসঅ্যাপ গ্রুপ গড়ে তোলার প্রশ্নে কোন নীতিমালা থাকার কথা অস্বীকার করেন বিজেপির জাতীয় মুখপাত্র গোপাল কৃষ্ণ আগারওয়াল। তিনি বলেন, শুধু দলের কর্মীদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে এসব গ্রুপকে ব্যবহার করা হয়।
আগারওয়াল জানান, স্থানীয় পর্যায়ে কর্মী ও সমর্থকরা এ ধরনের গ্রুপ তৈরি করতে পারেন, তবে এর সঙ্গে দলের আনুষ্ঠানিক কোন সম্পর্ক নেই।
হোয়াটসঅ্যাপের জন্য সমস্যা কোথায়?
ভারতে তথ্যের সত্যতা যাচাই করার জন্য বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে, যেমন অল্টনিউজ কিংবা বুম। ফেসবুক ও টুইটারে যেসব ভুয়া সংবাদ ছড়ানো হয় তারা সেগুলোকে মিথ্যে প্রতিপন্ন করে।
যেমন, এক সংবাদে বলা হচ্ছে, ভারতের নির্বাচনে একজন ব্রিটিশ বিশ্লেষক কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘নির্বোধ’ বলেছেন। কিংবা ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলট, যাকে জাতীয় বীর হিসেবে মর্যাদা দেয়া হচ্ছে তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন।
এধরনের পোস্ট দলের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা না হলেও, সমর্থকরা দলের বাইরে এ ধরনের গ্রুপ ব্যবহার করে ব্যাপকহারে এগুলো ছড়িয়ে দেন। তাদের কাছ থেকে নিয়ে রাজনৈতিক নেতারাও মাঝে মধ্যে এ ধরনের পোস্ট শেয়ার করেন।
আরও পড়ুন>> পাকিস্তানে হামলার দাবি হাস্যকর : ভারত
ভারতীয় ফ্যাক্ট-চেকিং সাইট বুম-এর কর্মকর্তা জেন্সি জেকব বলছিলেন, ‘ফেসবুক এবং টুইটারের মতো প্ল্যাটফর্মগুলো খুব রাখঢাক করে কাজ করে না। ফলে আমাদের মতো ফ্যাক্ট-চেকারের জন্য এগুলো যাচাই করা খুব কঠিন হয় না।’
প্রশান্ত কে রায় বলছিলেন, ফেসবুক এবং টুইটারের সাথে হোয়াটসঅ্যাপের পার্থক্য হলো হোয়াটসঅ্যাপের মেসেজগুলো এনক্রিপটেড থাক। ফলে ‘এটা অনেকটা কৃষ্ণ গহ্বরের (ব্ল্যাকহোল) মতো। এসব টেক্সট মেসেজ হোয়াটসঅ্যাপ নিজেও দেখতে পায় না, খুলে পড়তে পারে না এবং এগুলোতে কোন কাটছাঁট করতে পারেনা।’
হোয়াটসঅ্যাপের এই নীতিতে যে পরিবর্তন ঘটবে এমনটা মনে করার কোন কারণ নেই। কেননা হোয়াটসঅ্যাপ গভীরভাবে ব্যক্তিগত গোপনীয়তায় বিশ্বাস করে।
কী পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ?
গত বছরে ভারতে গণপিটুনিতে পর পর কয়েকটি মৃত্যুর ঘটনার পর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মেসেজের সংখ্যা সীমিত করে দেয়। প্রতি ইউজার দিনে শুধুমাত্র পাঁচটি মেসেজ ফরোয়ার্ড করতে পারবেন।
একই সঙ্গে হোয়াটসঅ্যাপ সারা দেশ জুড়ে ১০টি ভারতীয় ভাষায় বিজ্ঞাপন প্রচার করে, যা কোটি কোটি মানুষের কাছে পৌঁছায়। এতে হোয়াটসঅ্যাপ জানায়, মানুষের কাছে অযথা মেসেজ পাঠায় সারা বিশ্বে এমন ২০ লাখ অ্যাকাউন্ট তারা প্রতি মাসে বাতিল করে থেকে।
হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত গোপনীয়তার নতুন সেটিংয়ে এখন ব্যবহারকারীরা সিদ্ধান্ত নিতে পারেন, তারা কাকে গ্রুপের সদস্যপদ দেবেন বা কাকে বাইরে রাখবেন।
ভারতে চলতি মাসের ২ তারিখ হোয়াটসঅ্যাপ একটি নতুন পরিষেবা চালু করে যার নাম ‘চেক পয়েন্ট।’ এর মাধ্যমে ব্যবহারকারীরা ইংরেজি ছাড়াও চারটি ভারতীয় ভাষায় সন্দেহজনক মেসেজ যাচাই করতে পারবেন। মেসেজটি যদি সত্য, মিথ্যা, বিভ্রান্তিকর কিংবা বিতর্কিত হয় হোয়াটসঅ্যাপ তাহলে সেটা বলে দেবে।
কিন্তু হোয়াটসঅ্যাপের পদক্ষেপে কী ফল হচ্ছে?
যদিও হোয়াটসঅ্যাপ বলছে, তারা মেসেজ ফরোয়ার্ড করার হার ২৫ শতাংশ কমাতে পেরেছে, কিন্তু যারা সত্যাসত্য যাচাই করেন তারা বলছেন ভুয়া সংবাদ একটুও কমেনি।
তারা হতাশ হয়ে পড়েছেন এই কারণে যে যেসব খবর বা গুজব কিংবা ষড়যন্ত্রতত্ত্ব তারা আগে মিথ্যে বলে চিহ্নিত করেছেন, সেগুলো বারবার ফিরে আসছে। এর মধ্যে একটি হলো নেহেরু পরিবারের মুসলিম শেকড়, যা আগেই ভুয়া বলে প্রতিপন্ন হয়েছে।
তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত হোয়াটসঅ্যাপ তার এনক্রিপশন এবং গোপনীয়তার নীতিমালায় পরিবর্তন না আনবে, ততক্ষণ পর্যন্ত এটা ঠেকানো অসম্ভব। তারা বলছেন, ফেসবুকের মতো ব্যবস্থা চালু করতে হবে যেখানে ভুয়া তথ্য ফরোয়ার্ড করার সময় জানিয়ে দেয়া হয় যে এটি ভুয়া।
সমালোচকরা বলছেন, যে বিপুল সংখ্যক গ্রুপ ইতোমধ্যেই কাজ করছে হোয়াটসঅ্যাপের এসব নতুন পদক্ষেপ তাদের ওপর কোন প্রভাবই ফেলবে না। সেদিক থেকে প্রধানমন্ত্রী মোদি বেশি সুবিধাজনক অবস্থায় থাকবেন বলে বলছেন জানালেন তথ্য বিশ্লেষক শিভাম শঙ্কর সিং।
তিনি বলেন, ‘বিজেপি হচ্ছে একমাত্র দল যার এত বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে।আর অন্য দলগুলো এখন চাইলেও তা পারবে না। কারণ হোয়াটসঅ্যাপ তার নীতিমালায় পরিবর্তন ঘটিয়েছে।
সূত্র : বিবিসি
এসএ/এমএস
টাইমলাইন
- ০৫:১১ পিএম, ২৯ মে ২০১৯ মোদির ভূমিধস জয়ের নেপথ্যে ‘মোদিকেয়ার’
- ০৯:৩১ এএম, ২৫ মে ২০১৯ রাহুলের পদত্যাগ ঠেকাতে দিল্লিতে নবীন নেতারা
- ০৮:৫১ পিএম, ২৪ মে ২০১৯ নরেন্দ্র মোদির পদত্যাগ
- ০৬:৫২ পিএম, ২৪ মে ২০১৯ মোদির গুজরাটে ভয়াবহ আগুন, নিহত ১৮
- ০৬:২৯ পিএম, ২৪ মে ২০১৯ ৪৮ বছরের গণেশ উল্টে দিলেন মোদি
- ০৫:২৩ পিএম, ২৪ মে ২০১৯ উত্তপ্ত পশ্চিমবঙ্গ : বাড়িতে ঢুকে নারীদের শ্লীলতাহানি, গুলি
- ০৩:২৫ পিএম, ২৪ মে ২০১৯ যে কারণে নিজ ঘাঁটিতে রাহুলের পরাজয়
- ০২:৫৬ পিএম, ২৪ মে ২০১৯ জরুরি বৈঠক ডেকেছেন মমতা
- ০২:০০ পিএম, ২৪ মে ২০১৯ পরিবারে ভোটার ৯ জন, ভোট পেলেন মাত্র ৫টি
- ১২:৩৮ পিএম, ২৪ মে ২০১৯ ৩০ মে শপথ নেবেন মোদি
- ১১:২৫ এএম, ২৪ মে ২০১৯ মোদির নেতৃত্বে দিল্লিতে মন্ত্রিসভার বৈঠক
- ১০:৩৮ এএম, ২৪ মে ২০১৯ মোদির হাতে হাত মিলিয়ে কাজ করতে চান কেজরিওয়াল
- ১০:১৩ এএম, ২৪ মে ২০১৯ পশ্চিমবঙ্গে বিজেপির রেকর্ড, মমতার জন্য অশনি সংকেত?
- ১০:০৯ এএম, ২৪ মে ২০১৯ মোদিকে বিশ্ব নেতাদের অভিনন্দন
- ০৯:০৮ এএম, ২৪ মে ২০১৯ ভারতে নির্বাচনের নাটকীয় প্রভাব শেয়ার বাজারে
- ০৮:৪৮ এএম, ২৪ মে ২০১৯ জোট না করার মাসুল দিচ্ছে কংগ্রেস?
- ০৫:০৮ এএম, ২৪ মে ২০১৯ বলিউড তারকাখ্যাতির পরও হেরে গেলেন ঊর্মিলা
- ০৩:৩১ এএম, ২৪ মে ২০১৯ কেরালায় এক আসনও পায়নি বিজেপি, সব কংগ্রেসের দখলে
- ০২:৩৮ এএম, ২৪ মে ২০১৯ বাম-মমতার পর এবার পশ্চিমবঙ্গ ‘হিন্দুত্ববাদী’ বিজেপির দখলে যাবে?
- ০১:৫২ এএম, ২৪ মে ২০১৯ হোটেলে বাসন মাজতেন রাহুলকে হারানো স্মৃতি ইরানি
- ১২:৫১ এএম, ২৪ মে ২০১৯ দিল্লিতে মোদির হয়ে ‘ছক্কা’ হাঁকালেন গম্ভীর
- ১১:৫০ পিএম, ২৩ মে ২০১৯ মোদিকে ‘বিশাল অভিনন্দন’ জানালেন ট্রাম্প
- ১১:১৩ পিএম, ২৩ মে ২০১৯ ইতিহাস গড়ে নেহেরু-ইন্দিরার পাশে মোদি
- ১০:৪৪ পিএম, ২৩ মে ২০১৯ নিজের আসনেও হেরে গেলেন রাহুল
- ০৯:৪১ পিএম, ২৩ মে ২০১৯ নরেন্দ্র মোদি এখন আর ‘চৌকিদার’ নন
- ০৯:০৯ পিএম, ২৩ মে ২০১৯ এই ফকিরের ঝোলা ভর্তি করে দিয়েছেন দেশবাসী : মোদি
- ০৮:৪৪ পিএম, ২৩ মে ২০১৯ রঙ বাড়ালো মোদির ক্ষুদে এই ভক্ত
- ০৮:০৮ পিএম, ২৩ মে ২০১৯ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের প্রস্তাব রাহুল গান্ধীর
- ০৭:৩৪ পিএম, ২৩ মে ২০১৯ ১০ মিনিটের সংবাদ সম্মেলনে হৃদয় ছুঁলেন রাহুল
- ০৬:৪৬ পিএম, ২৩ মে ২০১৯ হার মেনে নিলেন রাহুল, অভিনন্দন জানালেন মোদিকে
- ০৬:৩২ পিএম, ২৩ মে ২০১৯ মোদিকে শুভেচ্ছা জানিয়ে ইমরান বললেন, ‘উন্মুখ হয়ে আছি’
- ০৬:০৪ পিএম, ২৩ মে ২০১৯ ভারতে এমন শোচনীয় হার আগে দেখেনি বামরা
- ০৫:৩৭ পিএম, ২৩ মে ২০১৯ ফলাফল দেখে হার্ট অ্যাটাকে মারা গেলেন কংগ্রেস নেতা
- ০৪:৪৬ পিএম, ২৩ মে ২০১৯ ভালো করেছ বন্ধু : মোদিকে নেতানিয়াহু
- ০৩:৫৫ পিএম, ২৩ মে ২০১৯ মোদির জন্য সকাল থেকেই উপোস ছিলেন যশোদাবেন
- ০৩:৫২ পিএম, ২৩ মে ২০১৯ মোদি বললেন, আবারও ভারত জিতেছে
- ০৩:২২ পিএম, ২৩ মে ২০১৯ টানা ৩ বার পশ্চিমবঙ্গের ক্ষমতায় মমতা
- ০২:৫৯ পিএম, ২৩ মে ২০১৯ অভিনন্দন জানালেন মমতা
- ০২:৫১ পিএম, ২৩ মে ২০১৯ মোদির জয়ে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে নতুন প্রস্তাব পাকিস্তানের
- ০২:০৯ পিএম, ২৩ মে ২০১৯ নুসরাত-মিমির বাজিমাত
- ০২:০৭ পিএম, ২৩ মে ২০১৯ জয়ের উচ্ছ্বাসে নিজেকে সামলে রাখতে পারলেন না মোদির মা
- ০২:০৩ পিএম, ২৩ মে ২০১৯ ভোটের লড়াই শেষে মিষ্টির লড়াই
- ০১:৩৩ পিএম, ২৩ মে ২০১৯ পশ্চিমবঙ্গেও উত্থানের ইঙ্গিত বিজেপির
- ০১:২৪ পিএম, ২৩ মে ২০১৯ পৈতৃক আসনেও হারছেন রাহুল গান্ধী
- ১১:৩৪ এএম, ২৩ মে ২০১৯ ম্যাজিক ফিগারও টপকে গেল বিজেপি
- ১০:১৭ এএম, ২৩ মে ২০১৯ বিপুল ব্যবধানে এগিয়ে বিজেপি
- ০৯:৪০ এএম, ২৩ মে ২০১৯ ভোট গণনা: কলকাতায় কড়া নিরাপত্তা
- ০৮:৪৯ এএম, ২৩ মে ২০১৯ মোদি না অন্য কেউ, অপেক্ষা আর কয়েক ঘণ্টা
- ০৯:০৭ পিএম, ২২ মে ২০১৯ জয়ের আগেই আগামী পাঁচ বছর কী করবেন জানালেন মোদি
- ০৫:০০ পিএম, ২২ মে ২০১৯ নেতাকর্মীদের চাঙ্গা থাকার বার্তা দিলেন রাহুল প্রিয়াঙ্কা
- ০৩:৩১ পিএম, ২২ মে ২০১৯ কখন জানা যাবে ভারতের নির্বাচনের চূড়ান্ত ফল?
- ০২:৩০ পিএম, ২২ মে ২০১৯ মোদিকে কেন আবার ক্ষমতায় চান না মানুষ?
- ০২:১৬ পিএম, ২২ মে ২০১৯ কলকাতায় মমতাকে ছাড়িয়ে গেলেন মোদি
- ০১:১৩ পিএম, ২২ মে ২০১৯ ভারতে রাতভর ইভিএম পাহারায় বিরোধীরা
- ০৪:২১ এএম, ২২ মে ২০১৯ ইভিএম কারচুপির আতঙ্কে বিরোধী দলগুলো, কড়া নজরদারি
- ০৭:৫৬ পিএম, ২১ মে ২০১৯ ভারতে ইভিএম কারচুপি, প্রণব মুখার্জির উদ্বেগ
- ০৪:১৫ পিএম, ২১ মে ২০১৯ ভোটে কারচুপির অভিযোগ : দিল্লিতে বৈঠকে বসেছে ২১টি দল
- ০৬:২৭ পিএম, ২০ মে ২০১৯ কংগ্রেসের ‘মৃত্যু’ ঘোষণা করলো স্বরাজ ইন্ডিয়া
- ০৫:০৩ পিএম, ২০ মে ২০১৯ মোদির কাছে নির্বাচন কমিশন আত্মসমর্পণ করেছে : রাহুল
- ০৩:৩২ পিএম, ২০ মে ২০১৯ ক্ষমতায় আসার প্রস্তুতি নিচ্ছে বিজেপি, সঙ্গীদের সঙ্গে বৈঠক
- ০৩:৩১ পিএম, ২০ মে ২০১৯ জরিপের ফল আসতেই থমকে গেল বিরোধীদের মহাজোট গঠন?
- ০৩:২০ পিএম, ২০ মে ২০১৯ ভারত : একবার ছাড়া সব বুথ ফেরত জরিপই ছিল ভুল
- ০২:০০ পিএম, ২০ মে ২০১৯ ভারতের নির্বাচনী ফলে ২০০৪ সালের পুনরাবৃত্তি ঘটবে কি?
- ১২:৫৬ পিএম, ২০ মে ২০১৯ বৃহৎ ৩ রাজ্যের আভাসে তারতম্য, পাল্টে যেতে পারে হিসাব
- ০৯:৩০ এএম, ২০ মে ২০১৯ বুথ ফেরত জরিপ : বিজেপির জয়ের সম্ভাবনা উড়িয়ে দিলেন মমতা
- ১০:০৬ পিএম, ১৯ মে ২০১৯ গেরুয়া ঝড়ে মোদির ঝুলিতে কত আসন?
- ০৯:২৬ পিএম, ১৯ মে ২০১৯ বুথ ফেরত জরিপ : পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে মমতার তৃণমূল
- ০৭:৩৪ পিএম, ১৯ মে ২০১৯ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসছেন মোদি
- ০৬:১৩ পিএম, ১৯ মে ২০১৯ বিশেষ টয়লেট নিয়ে গুহায় যান মোদি
- ০৫:১১ পিএম, ১৯ মে ২০১৯ কার দখলে যাচ্ছে দিল্লি? মোদি নাকি রাহুল? জানাচ্ছে বুথ ফেরত জরিপ
- ০৩:২৬ পিএম, ১৯ মে ২০১৯ বিজেপি বিরোধী জোট গঠনে ফের রাহুল-নাইডু বৈঠক
- ১০:২৮ এএম, ১৯ মে ২০১৯ রাহুল-মমতার ফোনালাপ, মহাজোটের ইঙ্গিত
- ০৯:২৮ এএম, ১৯ মে ২০১৯ মন্দিরের গুহায় ধ্যানে বসেছেন মোদি
- ০৯:০২ এএম, ১৯ মে ২০১৯ গুলি-বোমা-অগ্নিকাণ্ডের পর কলকাতায় ভোট হচ্ছে
- ০৮:৩৪ এএম, ১৯ মে ২০১৯ ভারতে শেষ দফার ভোটে মোদির ভাগ্য নির্ধারণ আজ
- ১০:০১ পিএম, ১৮ মে ২০১৯ নিরপেক্ষতা নিয়ে ইসিকে মমতার কড়া চিঠি
- ০৫:১০ পিএম, ১৮ মে ২০১৯ মোদিকে ঠেকাতে একাট্টা বিরোধীরা, মহাজোট গঠনে তুমুল দৌড়ঝাঁপ
- ০৪:৪১ পিএম, ১৮ মে ২০১৯ অভিনেতা কমল হাসানকে জুতা-পাথর-ডিম নিক্ষেপ
- ০৩:১০ পিএম, ১৮ মে ২০১৯ ‘শরীরী ভাষাই বলছে হার মেনে নিয়েছেন মোদি’
- ১০:০৩ এএম, ১৮ মে ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির ইঙ্গিত!
- ০৯:১৯ এএম, ১৮ মে ২০১৯ বোরকা পরা ভোটারদের তল্লাশি করার দাবি বিজেপির
- ০৪:৪১ পিএম, ১৭ মে ২০১৯ পশ্চিমবঙ্গ মমতার ব্যক্তিগত সম্পত্তি নয় : মোদি
- ০৮:৪৮ পিএম, ১৬ মে ২০১৯ গান্ধীর হত্যাকারী নাথুরাম একজন দেশপ্রেমিক : বিজেপির নেত্রী
- ০৭:৫৪ পিএম, ১৬ মে ২০১৯ ‘হেরে গেছেন মোদি’
- ০৫:৪৭ পিএম, ১৬ মে ২০১৯ খুনের শঙ্কায় মমতা
- ০১:০৭ পিএম, ১৬ মে ২০১৯ ফের মোদি এলে ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মুসলিমরা
- ১০:৩১ এএম, ১৬ মে ২০১৯ পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব-গোয়েন্দা প্রধানকে সরিয়ে দেয়ার নির্দেশ
- ০১:২০ পিএম, ১৫ মে ২০১৯ অমিত শাহকে কান ধরে উঠবোস করাতে চান মমতা
- ১১:১১ এএম, ১৫ মে ২০১৯ মমতার টুইটারের প্রোফাইলে বিদ্যাসাগরের ছবি
- ১০:১৬ এএম, ১৫ মে ২০১৯ ‘কমল হাসানের জিভ ছিড়ে নেওয়া উচিত’
- ০১:১৪ পিএম, ১৪ মে ২০১৯ দেশের সবচেয়ে বড় বিপদ প্রধানমন্ত্রী মোদি : মমতা
- ১০:০৩ এএম, ১৪ মে ২০১৯ ৭ম দফার প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আয় অভিষেকের
- ০৪:৩৯ পিএম, ১৩ মে ২০১৯ মোদির অদ্ভূত দাবিতে হাসির বন্যা ভারতে
- ০৩:২৭ পিএম, ১৩ মে ২০১৯ ‘স্বাধীন ভারতের প্রথম চরমপন্থী ছিলেন একজন হিন্দু’
- ০১:৫৯ পিএম, ১৩ মে ২০১৯ অমিত শাহকে সভার অনুমতি দিলেন না মমতা
- ০৮:১৮ পিএম, ১২ মে ২০১৯ ‘জিন্নাহ প্রধানমন্ত্রী হলে দেশভাগ হতো না’
- ০১:৩৪ পিএম, ১২ মে ২০১৯ ধর্মের নামে ভারত ভাগের আশঙ্কা নায়ক প্রসেনজিতের!
- ০৮:৩২ পিএম, ১১ মে ২০১৯ হেলিকপ্টার সারাতে পাইলটকে সাহায্য করলেন রাহুল, ভাইরাল ভিডিও
- ০৫:১৪ পিএম, ১১ মে ২০১৯ মমতাকে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার হুমকি বিজেপির
- ০১:৩৮ পিএম, ১১ মে ২০১৯ মমতাকে ‘মোদি ট্যাবলেট’ খাওয়ার পরামর্শ
- ০৯:২৪ এএম, ১১ মে ২০১৯ ‘টাকা দিয়ে ভোট কিনছে বিজেপি’
- ০৪:০৫ পিএম, ০৯ মে ২০১৯ মমতা দিদির থাপ্পড় আমার জন্য আশীর্বাদ : মোদি
- ১০:০৭ পিএম, ০৮ মে ২০১৯ আদালতের কাছে ক্ষমা চাইলেন রাহুল
- ০৯:০৩ পিএম, ০৮ মে ২০১৯ কবির সুমনকে আপত্তিকর বার্তা দিলেন বাবুল সুপ্রিয়
- ০৬:১২ পিএম, ০৮ মে ২০১৯ মোদিকে ভারত ছাড়া করার হুমকি দিলেন মমতা?
- ০৯:৪৮ পিএম, ০৭ মে ২০১৯ মোদি অহংকারী, দেশ তাকে ক্ষমা করবে না : প্রিয়াঙ্কা
- ১২:৪৫ পিএম, ০৭ মে ২০১৯ হারের শঙ্কায় বিজেপি
- ১০:৫১ এএম, ০৬ মে ২০১৯ কাশ্মীরে ভোট কেন্দ্রে গ্রেনেড হামলা
- ০৯:২১ এএম, ০৬ মে ২০১৯ ভারতের ভোটে মা-ছেলের ভাগ্য নির্ধারণ আজ
- ০৪:০০ পিএম, ০৫ মে ২০১৯ তৃণমূলে যোগ দিল বিজেপির শতাধিক নেতা-কর্মী
- ১০:১৮ পিএম, ০১ মে ২০১৯ বিজেপি জিতলে ভারতে বিভাজন আরও বাড়বে
- ১০:৩৬ এএম, ০১ মে ২০১৯ মোদি একজনকে নিলে একলক্ষ নেতা তৈরি করবো : মমতা
- ১০:৩৭ এএম, ৩০ এপ্রিল ২০১৯ দিদির মাটির রসগোল্লার অপেক্ষায় মোদি
- ০৯:৫৪ এএম, ৩০ এপ্রিল ২০১৯ তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- ১০:১২ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ মোদি-রাহুল-অমিতের বিরুদ্ধে অভিযোগ, শুনানি কাল
- ০৮:০৭ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ ভারতের ভোট কেন্দ্রে ঘুমাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী
- ০৬:০৯ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ মমতার ৪০ এমপির ‘বিজেপিতে’ যোগ দেয়ার খবর দিলেন মোদি
- ০৩:১৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৯ বিয়ে করেই ভোট দিতে গেলেন নবদম্পতি
- ১০:২৭ এএম, ২৯ এপ্রিল ২০১৯ প্রচারণায় বেরিয়ে আগুন নেভালেন স্মৃতি ইরানি
- ০৮:৪৩ এএম, ২৯ এপ্রিল ২০১৯ আজ ৯ রাজ্যের ৭২ আসনে ভোট
- ০৭:০৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ দিনে ১৮ ঘণ্টা কাজ করেন মোদি : অমিত শাহ
- ০৩:৫৪ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়ে মোদির সম্পদ বেড়েছে ৫২ শতাংশ
- ০৩:০৪ পিএম, ২৮ এপ্রিল ২০১৯ প্রথম তিন দফার ভোটে বিজেপির ভরাডুবির আভাস
- ০৯:৪৭ এএম, ২৮ এপ্রিল ২০১৯ ভারতে চতুর্থ দফার ভোটে নিরাপত্তা বাড়াচ্ছে নির্বাচন কমিশন
- ১২:২৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ মোদিকে রসগোল্লা পাঠাবেন মমতা
- ১০:১৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ দুটি ভোটার পরিচয়পত্র থাকায় গম্ভীরের বিরুদ্ধে মামলা
- ০৯:১২ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ একজন হিন্দু কখনো জঙ্গি হতে পারে না : অমিত শাহ
- ০৮:১২ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ কেন মায়ের সঙ্গে থাকেন না, জানালেন মোদি
- ১১:০৯ এএম, ২৪ এপ্রিল ২০১৯ কংগ্রেসের নির্বাচনী প্রচারে নেমে মামলার মুখে ভারতীয় কুস্তিগীর
- ১১:১৮ এএম, ২৩ এপ্রিল ২০১৯ ভারতে আজ অমিত-রাহুলের ভাগ্য নির্ধারণ
- ০৮:৫২ এএম, ২৩ এপ্রিল ২০১৯ তৃতীয় দফার ভোট হচ্ছে ভারতে
- ০৯:১৬ পিএম, ২২ এপ্রিল ২০১৯ শ্রীলঙ্কায় হামলাকে যুক্তি দেখিয়ে ভোট চাইলেন মোদি!
- ১০:৪৪ এএম, ২১ এপ্রিল ২০১৯ ভারতে ভোটে জিতলে মদের দাম অর্ধেক করার প্রতিশ্রুতি
- ০৯:০৩ এএম, ২১ এপ্রিল ২০১৯ পরাজয়ের আতঙ্কে ভুল বকছেন মোদি : মমতা
- ০৩:১০ পিএম, ২০ এপ্রিল ২০১৯ ফেরদৌসের সমালোচনা করে মোদি যা বললেন
- ১১:০৬ এএম, ২০ এপ্রিল ২০১৯ সিনেমার আদলে নির্বাচনী পোস্টার বানাচ্ছে বিজেপি
- ১০:৩৯ এএম, ২০ এপ্রিল ২০১৯ ‘মুসলিমদের ধ্বংস করতে হলে বিজেপিকে ভোট দিন’
- ০৩:০৪ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শিব সেনায় যোগ দিচ্ছেন কংগ্রেস মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী
- ০২:৩৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ জনসভায় হার্দিক প্যাটেলকে থাপ্পড়, অভিনেত্রী লকেটের বাড়িতে হামলা
- ১০:০৩ এএম, ১৯ এপ্রিল ২০১৯ বিয়ের পোশাকে ভোট দিলেন নব দম্পতি
- ১০:০০ এএম, ১৯ এপ্রিল ২০১৯ ভুলে বিজেপিকে ভোট, অনুতাপে নিজের আঙুল কাটলেন ভোটার
- ০৯:০০ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ ‘মোদির জয় ঠেকাতে কোটি কোটি টাকা ঢালছেন মুসলিমরা’
- ০৫:২৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ ফেরদৌসের পর ফাঁসলেন রাজা রাজচন্দ্র, ভারত ছাড়ার নির্দেশ
- ১২:৪৫ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ মোদির হেলিকপ্টারে তল্লাশি করে নির্বাচনী পর্যবেক্ষক বরখাস্ত
- ১২:১৬ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে ধনী প্রার্থী তিনি
- ০৮:৪৪ এএম, ১৮ এপ্রিল ২০১৯ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আজ
- ১০:১৬ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ কংগ্রেস গুন্ডাদের মনোনয়ন দেয়ায় ক্ষেপেছেন প্রিয়াঙ্কা
- ০৫:৪৭ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ ‘প্রথম দফার নির্বাচনে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত পেয়েছে বিজেপি’
- ০৪:০৬ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ ভোট দিলেই অর্ধেক ছাড়ে মদ, নারীদের বিনামূল্যে সোনা
- ০২:৫২ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ ফেরদৌসে জ্বলছে পশ্চিমবঙ্গ, এবার বিজেপির নতুন অভিযোগ
- ১২:২১ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ ফেরদৌসের সঙ্গে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ বিজেপির
- ১২:১৩ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বিজেপি টাকা দিলে ছবি তুলে রাখুন : মমতা
- ০৯:১০ এএম, ১৭ এপ্রিল ২০১৯ পাহাড়ের ৮৭৪ বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত
- ০৯:৫২ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ মুসলিমরা জোট বাঁধলে ভারত ছেড়ে পালাবে বিজেপি : সিধু
- ০৯:০০ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ ফেরদৌসকে ব্ল্যাক লিস্টে ফেলল ভারত
- ০৮:২৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ ফেরদৌসকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ
- ০৫:৩৫ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ গ্রেফতার হতে পারেন নায়ক ফেরদৌস!
- ১২:২৪ পিএম, ১৬ এপ্রিল ২০১৯ পুরনো রিকশায় চড়ে প্রচারণায় মিমি
- ০৫:০৬ পিএম, ১৫ এপ্রিল ২০১৯ রাহুলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নোটিশ
- ০৩:৩৯ পিএম, ১৪ এপ্রিল ২০১৯ অটল বিজেপি, কাউকে ভয় পায় না : মোদি
- ০৯:১৭ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ মুসলিম অভিবাসীদের বঙ্গোপসাগরে ফেলে দেয়া হবে : অমিত শাহ
- ০১:৫১ পিএম, ১৩ এপ্রিল ২০১৯ ভোট না দিলে ‘অভিশাপ’ দেয়ার হুমকি বিজেপি প্রার্থীর
- ১০:৫৭ এএম, ১৩ এপ্রিল ২০১৯ পশ্চিমবঙ্গে ৩ শতাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির
- ০৬:২২ পিএম, ১২ এপ্রিল ২০১৯ ৫৪৩ আসনের ১০০ আসনও পাবে না বিজেপি : মমতা
- ০৩:৫০ পিএম, ১২ এপ্রিল ২০১৯ প্রচারে গিয়ে সমালোচনায় মিমি
- ০৫:৩০ পিএম, ১১ এপ্রিল ২০১৯ পোলিং কর্মকর্তার সঙ্গে বিতণ্ডা, আছড়ে ইভিএম ভাঙলেন প্রার্থী
- ০৪:০৩ পিএম, ১১ এপ্রিল ২০১৯ উত্তরপ্রদেশে সাতবার স্নাইপারের টার্গেট রাহুল, গুপ্তহত্যার শঙ্কা
- ০৩:৪৫ পিএম, ১১ এপ্রিল ২০১৯ সেনার পোশাক-টুপিতে ভোটকেন্দ্রে রাজ্য পুলিশ
- ০২:৩৬ পিএম, ১১ এপ্রিল ২০১৯ মহারাষ্ট্রে মাওবাদীদের বিস্ফোরণ
- ০১:৪৬ পিএম, ১১ এপ্রিল ২০১৯ ভারতে নির্বাচন : খাবার-টাকা বিতরণ ইভিএম ভাঙচুর সংঘর্ষ
- ০১:২৪ পিএম, ১১ এপ্রিল ২০১৯ ত্রিপুরায় কংগ্রেস-বিজেপি সংঘর্ষে আশঙ্কাজনক ৮
- ১২:২৮ পিএম, ১১ এপ্রিল ২০১৯ পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল সংঘর্ষ
- ১১:১৯ এএম, ১১ এপ্রিল ২০১৯ লোকসভা নির্বাচন : মোদির ব্যর্থতা, রাহুলের প্রতিশ্রুতি
- ১০:২৩ এএম, ১১ এপ্রিল ২০১৯ কাশ্মীরে সড়ক বন্ধ করে ভোট নেয়া হচ্ছে
- ০৯:০৩ এএম, ১১ এপ্রিল ২০১৯ ভারতে ভোট শুরু
- ০৮:৫৭ পিএম, ১০ এপ্রিল ২০১৯ কংগ্রেস বিজেপির সঙ্গে জোট করেনি, মমতা করেছেন : রাহুল গান্ধী
- ০৬:২৩ পিএম, ১০ এপ্রিল ২০১৯ বিজেপিকে ভোট না দেয়ার আহ্বান জানিয়ে কৃষকের আত্মহত্যা
- ০৬:০২ পিএম, ১০ এপ্রিল ২০১৯ মোদিকে নিয়ে নির্মিত ছবির মুক্তি বাতিল করলো নির্বাচন কমিশন
- ০৫:২৬ পিএম, ১০ এপ্রিল ২০১৯ মাঝ আকাশে পথ হারালো মমতার হেলিকপ্টার
- ০৪:৫২ পিএম, ১০ এপ্রিল ২০১৯ কট্টর জাতীয়তাবাদের খোলসে জয়ের স্বপ্ন দেখা মোদি সফল হবেন?
- ০৪:১৫ পিএম, ১০ এপ্রিল ২০১৯ প্রথম দফায় ভোট হচ্ছে যেসব রাজ্যে
- ১১:৪১ এএম, ১০ এপ্রিল ২০১৯ মোদি নাকি রাহুল, কে আসছে ভারতের ক্ষমতায়?
- ১০:৪৩ এএম, ১০ এপ্রিল ২০১৯ মোদিকেই ফের ক্ষমতায় দেখতে চান পাক প্রধানমন্ত্রী ইমরান
- ০৮:৫৯ এএম, ১০ এপ্রিল ২০১৯ হিটলার থাকলে গলায় দড়ি দিতেন : মোদিকে কটাক্ষ মমতার
- ০৭:২৭ পিএম, ০৯ এপ্রিল ২০১৯ বিজেপির নির্বাচনী প্রচারণায় মাওবাদী হামলায় নিহত ৫
- ০৬:৫৪ পিএম, ০৯ এপ্রিল ২০১৯ ভারতে যেভাবে সম্পন্ন হবে ৯০ কোটি ভোটারের নির্বাচন
- ০৫:৪১ পিএম, ০৯ এপ্রিল ২০১৯ বিজেপির ইশতেহারে নেই চাকরির প্রতিশ্রুতি
- ০৩:০৯ পিএম, ০৯ এপ্রিল ২০১৯ বিজেপির ইশতেহার ‘এক বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর’: রাহুল
- ০৯:০৭ পিএম, ০৮ এপ্রিল ২০১৯ টক শোতে বিজেপি নেতার গায়ে পানির গ্লাস ছুড়লেন কংগ্রেস নেতা (ভিডিও)
- ০৭:৫১ পিএম, ০৮ এপ্রিল ২০১৯ হোয়াটসঅ্যাপে ভুয়া সংবাদ ছড়াচ্ছে বিজেপি-কংগ্রেস
- ০৬:৩৯ পিএম, ০৮ এপ্রিল ২০১৯ কাশ্মীরি বিশেষ অধিকার আইন বাতিলের অঙ্গীকার মোদির
- ০৪:৪৯ পিএম, ০৮ এপ্রিল ২০১৯ ৩২ বার হেরেও ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী তিনি!
- ০৪:১২ পিএম, ০৮ এপ্রিল ২০১৯ পাকিস্তানে হামলার দাবি হাস্যকর : ভারত
- ০১:৪৬ পিএম, ০৮ এপ্রিল ২০১৯ জাতীয়তাবাদের সুর বিজেপির ইশতেহারে, প্রতিশ্রুতির ফুলঝুড়ি
- ০৮:৩৭ পিএম, ০৭ এপ্রিল ২০১৯ ভারতে মুসলিম লীগের পতাকা নিয়ে বিতর্ক
- ০৩:২৪ পিএম, ০৭ এপ্রিল ২০১৯ বিজেপির ‘থিম সং’ নিষিদ্ধ করেছে ভারতের নির্বাচন কমিশন
- ০২:২৫ পিএম, ০৭ এপ্রিল ২০১৯ ভারতে নির্বাচনী প্রচারণায় বিরিয়ানির ভাগ-বাটোয়ারা নিয়ে সংঘর্ষ
- ০১:৫০ পিএম, ০৭ এপ্রিল ২০১৯ গরিবদের এবার ডেবিট কার্ডের স্বপ্ন দেখালেন মোদি
- ০১:১৩ পিএম, ০৭ এপ্রিল ২০১৯ উন্নয়নের স্পিড ব্রেকার দিদি : মোদি
- ০৯:১৭ এএম, ০৭ এপ্রিল ২০১৯ তৃণমূলের নেতৃত্বেই হবে কেন্দ্র সরকার: মমতা
- ০৮:২৪ পিএম, ০৬ এপ্রিল ২০১৯ জনসভায় মোদি বললেন, ‘আমরা চৌকিদার’, জবাব এল ‘চোর হ্যায়’
- ০৮:০৫ পিএম, ০৬ এপ্রিল ২০১৯ যুদ্ধের আবহ তৈরি করে ভোটে জয়ের চেষ্টা করছেন মোদি
- ০২:২৬ পিএম, ০৬ এপ্রিল ২০১৯ বিজেপির বিরুদ্ধে ভোট দিন, আহ্বান শঙ্খ-নাসিরুদ্দিনদের
- ১১:২৬ এএম, ০৬ এপ্রিল ২০১৯ দিল্লিতে বিজেপি ঠেকাতে কংগ্রেস-আম আদমি পার্টির জোট
- ১০:১২ এএম, ০৬ এপ্রিল ২০১৯ আমার বিয়ে হয়েছে কাজের সঙ্গে : রাহুল গান্ধী
- ০৬:২৬ পিএম, ০৫ এপ্রিল ২০১৯ কংগ্রেস ‘মুসলিম লীগ ভাইরাসে’ আক্রান্ত : যোগী আদিত্যনাথ
- ১২:০৬ পিএম, ০৫ এপ্রিল ২০১৯ মোদিকে টক্কর প্রিয়াঙ্কার
- ১১:০৯ এএম, ০৫ এপ্রিল ২০১৯ ভোটের প্রচারণায় গিয়ে ফুটবল খেললেন মিমি
- ০৮:৪৭ এএম, ০৫ এপ্রিল ২০১৯ বাংলা এবার দিল্লি গড়বে
- ০৪:১৭ পিএম, ০৪ এপ্রিল ২০১৯ মোদির তিন গুণ; লুট-দাঙ্গা-মানুষ খুন : মমতা
- ০১:৫৪ পিএম, ০৪ এপ্রিল ২০১৯ গুগলে বিজ্ঞাপনে এগিয়ে বিজেপি, পিছিয়ে কংগ্রেস
- ০১:১৬ পিএম, ০৪ এপ্রিল ২০১৯ মোদি-মমতার জনসভায় উপচে পড়া ভিড়
- ০৯:৫৭ এএম, ০৪ এপ্রিল ২০১৯ অরুণাচলে মুখ্যমন্ত্রীর কনভয় থেকে ২ কোটি টাকা উদ্ধার
- ০৭:০৯ পিএম, ০৩ এপ্রিল ২০১৯ বাংলায় পাল্লা দিয়ে লাভ নেই আগে দিল্লি সামলান : মোদিকে মমতা
- ০২:১১ পিএম, ০৩ এপ্রিল ২০১৯ ৫৩ লাখ টাকায় মোদির ট্রেন ভাড়া, ভরলো না একটি কামরাও
- ০১:৩৬ পিএম, ০৩ এপ্রিল ২০১৯ টুইটে বাংলায় কী বললেন মোদি?
- ০৬:৩৩ পিএম, ০২ এপ্রিল ২০১৯ ‘কংগ্রেসের ইশতেহার বিপজ্জনক, টুকরো টুকরো হবে ভারত’
- ০৫:০৮ পিএম, ০২ এপ্রিল ২০১৯ ইশতেহার প্রকাশের কয়েক মিনিটেই কংগ্রেসের ওয়েবসাইট ক্র্যাশ
- ০৪:৩২ পিএম, ০২ এপ্রিল ২০১৯ মোদিকে রাহুল গান্ধীর চ্যালেঞ্জ
- ০৩:৩৯ পিএম, ০২ এপ্রিল ২০১৯ রাহুল গান্ধী হিন্দু নন, দাবি বিজেপির
- ০২:১৩ পিএম, ০২ এপ্রিল ২০১৯ কংগ্রেসের ইশতেহারে প্রতিশ্রুতির ফুলঝুড়ি
- ০২:০৬ পিএম, ০২ এপ্রিল ২০১৯ মুসলিমবিরোধী সুর চড়াচ্ছেন বিজেপি নেতারা
- ১২:২১ পিএম, ০২ এপ্রিল ২০১৯ মুসলিম ভোটারদের কষ্ট ভাগ করে নিতে রোজা রাখবেন মিমি
- ০৯:৪৭ পিএম, ০১ এপ্রিল ২০১৯ মমতা বন্দোপাধ্যায় আমার মা, চুপচাপ ভোট দেবেন : মিমি চক্রবর্তী
- ০৯:২০ পিএম, ০১ এপ্রিল ২০১৯ ভারতীয় সেনাবাহিনীকে ‘মোদির সেনা’ বলে বিতর্কে যোগী
- ০৭:৩৮ পিএম, ০১ এপ্রিল ২০১৯ কংগ্রেসের আইটি সেল তছনছ করে দিলো ফেসবুক